• ঢাকা
  • বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫, ৬ চৈত্র ১৪৩০, ১৯ রমজান ১৪৪৬

পিছিয়ে পড়েও জয়ের হাসি ব্রাজিলের


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ৮, ২০২১, ০৯:৩৫ এএম
পিছিয়ে পড়েও জয়ের হাসি ব্রাজিলের

লাতিন অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বে শুক্রবার ভেনেজুয়েলার মুখোমুখি হয়েছিল ব্রাজিল। শুরুতে পিছিয়ে পড়েও জয়ের হাসি নিয়েই মাঠ ছেড়েছে তিতের দল। প্রতিপক্ষে মাঠে এদিন ৩-১ গোলের জয় নিয়ে গ্রুপের শীর্ষস্থান আরও মজবুত করল ৫ বারের বিশ্বচ্যাম্পিয়নরা।

ঘরের মাঠে শুরুতেই এরিক রামিরেস এগিয়ে নেন ভেনেজুয়েলাকে। মার্কিনিয়োস সমতা ফেরানোর পর সফরকারীদের এগিয়ে নেন গাব্রিয়েল বারবোসা। যোগ করা সময়ে ব্যবধান আরও বাড়ান এন্থনি।

একাদশ মিনিটে নিজেদের প্রথম ভালো সুযোগেই এগিয়ে যায় ভেনেজুয়েলা। ডান দিক থেকে ইয়েফেরসন সোতেলদোর চমৎকার ক্রস পেনাল্টি স্পটের কাছে ঠেকানোর চেষ্টায় ভারসাম্য হারিয়ে পড়ে যান মার্কিনিয়োস ও ফাবিনিয়ো। অরক্ষিত হয়ে পড়া এরিক রামিরেস বাকিটা সারেন অনায়াসে। 

ম্যাচের ৫৭তম মিনিটে রাফিনিয়ার ফ্রি কিকে চমৎকার হেডে বল জালে পাঠান চিয়াগো সিলভা। তবে চেলসির এই ডিফেন্ডারই অফসাইডে থাকায় মেলেনি গোল। ৭১তম মিনিটে সমতা আনেন মার্কিনিয়োস। রাফিনিয়ার কর্নারে সবার ওপর লাফিয়ে জোরালো হেড করেন তিনি। ৮৫তম মিনিটে সফল স্পট কিকে ব্রাজিলকে এগিয়ে নেন বারবোসা। ব্রাজিলের হয়ে তৃতীয় গোলটি করেন এন্থনি। রাফিনিয়ার কাটব্যাকে গোলমুখে বল পেয়ে যান তিনি। গোলরক্ষক শট কোনোমতে ফিরিয়ে দিলেও ফিরতি বলে ঠিকানা খুঁজে নেন এন্থনি।

Link copied!