• ঢাকা
  • সোমবার, ০৪ আগস্ট, ২০২৫, ২০ শ্রাবণ ১৪৩২, ১০ সফর ১৪৪৬

নিজের বোলিং নিয়ে সন্তুষ্ট তাসকিন


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুন ২২, ২০২২, ০৬:২৩ পিএম
নিজের বোলিং নিয়ে সন্তুষ্ট তাসকিন
ছবি সংগৃহীত

বর্তমান সময়ে বাংলাদেশ দলে তিন ফরম্যাটের সেরা পেসার বলা হয় তাসকিন আহমেদকে। কিন্তু বোলিংয়ে অতিরিক্ত চাপে পড়ে ইনজুরিতে আক্রান্ত হয়ে বারবার মাঠের বাইরে ছিটকে যেতে হয় ডানহাতি এই পেসারকে। কিন্তু ইনজুরি থেকে বারবার অদম্য শক্তি নিয়ে ফিরে আসেন দলে। এজন্য তাসকিন কঠোর পরিশ্রম আর অধ্যাবসায়ে নিজেকে এগিয়ে নিচ্ছেন।

সবশেষ দক্ষিন আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজে চোটে পড়েন তাসকিন আহমেদ। এরপর ঘরের মাটিতে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে খেলতে পারেননি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট দলেও নেই। তবে পুরোপুরি সুস্থ তাসকিন রয়েছেন ওয়ানডে এবং টি-টোয়েন্টি দলে। এজন্য টিম ম্যানেজমেন্টের সামনে পরীক্ষা দেওয়া লেগেছে তার।  

বুধবার (২২ জুন) মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বোর্ড ম্যানেজমেন্টের সামনে পুরডোমে বোলিং অনুশীলন করেছেন তাসকিন। সেখান থেকে বের হয়ে নিজের ইনজুরি ও বোলিং নিয়ে কথা বলেছেন সাংবাদিকদের সাথে। এসময় তিনি জানান, তাকে দেখে ম্যানেজমেন্ট সন্তুষ্ট এবং তিনি নিজেও নিজের বোলিংয়ে সন্তুষ্ট।

নিজের বর্তমান অবস্থায় জানতে চাইলে তাসকিন বলেন, ‘‘কয়েকদিন আগে জিম করতে গিয়ে ব্যথা পেয়েছিলাম। এখন আল্লাহর রহমতে ঠিক আছি। গত দুইদিন বোলিং করলাম আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়ায় ভালো আছি এখন।’’

বোলিং দেখে ম্যানেজমেন্টের কী বক্তব্য? তাসকিন বলেন, ‘তারা সবাই সন্তুষ্ট, আমিও সন্তুষ্ট। আল্লাহ যদি চান, পরশু যাব (ওয়েস্ট ইন্ডিজে) ইনশাআল্লাহ্। ওভারঅল খুশি আছি এবং আল্লাহর রহমতে ভালো আছি।’

নিজের বোলিংয়ে সন্তুষ্ট তাসকিন। বোলিং করতে গিয়ে কত শতাংশ দিয়ে বল করলেন? তাসকিন বলেন, ‘গতকাল এবং আজকে একশ শতাংশ দিয়েই বোলিং করার চেষ্টা করেছি এবং এফোর্টগুলো ঠিক ছিল। সবধরনের বলই চেষ্টা করেছি এবং এখানে আমাদের নির্বাচকরা, ডাক্তার সবাই ছিলেন। তারাও স্যাটিসফাইড। আমিও স্যাটিসফাইড। সমস্যা হয়নি, এখন সামনে বাকিসব আল্লাহর ইচ্ছা।’

Link copied!