• ঢাকা
  • মঙ্গলবার, ০৫ আগস্ট, ২০২৫, ২০ শ্রাবণ ১৪৩২, ১০ সফর ১৪৪৬

ক্রিকেটে ফিরছেন আমির, খেলবেন কাউন্টিতে


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ২৩, ২০২২, ০৩:৫৯ পিএম
ক্রিকেটে ফিরছেন আমির, খেলবেন কাউন্টিতে
ফাইল ছবি

পাকিস্তান ক্রিকেট বোর্ডের ম্যানেজমেন্টের ওপর অভিমান করে মাত্র ২৮ বছর বয়সেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন তারকা পেসার মোহাম্মদ আমির। অবসর ভেঙে ফেরার ইঙ্গিত না দিলেও লাল বলের ক্রিকেটে পাকিস্তানের সাবেক এই পেসার ইংল্যান্ডের ঘরোয়া কাউন্টি ক্রিকেটে ফিরছেন নতুন চমক হয়ে।

সবশেষ ২০১৯ সালে প্রথম শ্রেণির ক্রিকেটে দেখা গেছে বাঁহাতি আমিরকে। এবার স্বল্পমেয়াদে চুক্তি করেছেন ইংলিশ কাউন্টি চ্যাম্পিয়নশিপের দল গ্লুচেস্টারশায়ারে। স্বদেশি তরুণ পেসার নাসিম শাহের কাঁধের ইনজুরিতে আমিরকে দলে ভিড়িয়েছে ইংল্যান্ডের ক্লাবটি।

ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট ম্যাচ চলাকালে ২০১০ সালে স্পট ফিক্সিংয়ের দায়ে অভিযুক্ত হন আমির। এরপর ৫ বছর সব ধরণের ক্রিকেট থেকে নিষিদ্ধ ছিলেন তিনি। ইংল্যান্ডের মাটিতে ফিরতে পেরে উচ্ছ্বসিত আমির বলেন, ‍‍`‍‍`কাউন্টি চ্যাম্পিয়নশিপ দারুণ একটি প্রতিযোগিতা। গ্লুচেস্টারশায়ারের হয়ে মাঠে নামতে তর সইছে না আমার।‍‍`‍‍`

আমির আরও যোগ করেন, ‍‍`‍‍`আমি ইংলিশ কন্ডিশনে খেলতে ভালোবাসি। আমি খুব ভালো অনুভব করছি। আশা করছি দলের হয়ে ভালো পারফর্মও করতে পারব।‍‍`‍‍`

গ্লুচেস্টারশায়ারের পারফরম্যান্স ডিরেক্টর স্টিভ স্নেল বলেন, ‍‍`‍‍`আমিরের মানের একজন বোলারকে চুক্তি করাতে পেরে আমরাও খুব খুশি। নাসিম শাহ কয়েক সপ্তাহের জন্য ছিটকে পড়েছেন। আমির কোয়ালিটি বোলিং এবং আন্তর্জাতিক অভিজ্ঞতা দিয়ে আমাদের দলকে প্রথম শ্রেণির প্রতিযোগিতায় শক্তিশালী করতে পারবেন।‍‍`‍‍`

বর্তমানে ৩০ বছর বয়সী আমির দেশের হয়ে ৩৬ টেস্টে ১১৯, ৬১ ওয়ানডেতে ৮১ এবং ৫০ টি-টোয়েন্টিতে ৫৯টি উইকেট পেয়েছেন। এছাড়া ব্যাট হাতে এক হাজারেরও রান রয়েছে তার দখলে।  

Link copied!