• ঢাকা
  • মঙ্গলবার, ০৫ আগস্ট, ২০২৫, ২১ শ্রাবণ ১৪৩২, ১০ সফর ১৪৪৬

অব্যবস্থাপনার কারণে মোহামেডান কোচের পদত্যাগ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মে ২৯, ২০২২, ০৪:২২ পিএম
অব্যবস্থাপনার কারণে মোহামেডান কোচের পদত্যাগ

ব্রিটিশ বংশোদ্ভূত অস্ট্রেলিয়ান কোচ শন লেন ২০১৯ সাল থেকে বাংলাদেশের মোহামেডান স্পোর্টিং ক্লাবের কোচ হিসেবে যুক্ত ছিলেন। রোববার (২৯ মে) হঠাৎ পদ থেকে সরে দাঁড়ান এই ৫৮ বছর বয়সী কোচ। তার সঙ্গে ক্লাবের দায়িত্ব ছেড়েছেন দলটির সহকারী কোচ জেমস ম্যাকলেন।

জানা যায়, দল গঠনে কর্তৃপক্ষের হস্তক্ষেপ, পরিকল্পনা ও স্বচ্ছতার অভাবে আর কোচের পদে থাকছেন না তিনি। তবে কোচের দায়িত্ব ছাড়ার বিষয়ে মোহামেডান ক্লাব কর্তৃপক্ষ থেকে এখনো সুনির্দিষ্ট কোনো কারণ জানা যায়নি। তবে ক্লাব কর্তৃপক্ষকে চিঠির মাধ্যমে পদত্যাগের বিষয়টি জানিয়েছেন শন।

চিঠিতে তিনি উল্লেখ করেন, দুর্বল পরিকল্পনা, দল নির্বাচন, নির্দিষ্ট খেলোয়াড়কে দলে নেওয়া, খেলোয়াড় ধরে রাখার ক্ষেত্রে কর্তৃপক্ষের হস্তক্ষেপ এসব বিষয় নিয়ে ক্লাব ম্যানেজমেন্টের সঙ্গে তার আলোচনা চলছিল দীর্ঘ সময়। কথা ও কাজে মিল না হওয়ায় দায়িত্বই ছেড়ে দিয়েছেন তিনি।

২০১৯ সালে ক্লাবে যুক্ত হওয়ার শন দলকে কোনো শিরোপা উপহার দিতে পারেননি। চলতি লিগে ১৫ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে ষষ্ঠ অবস্থানে আছে মোহামেডান। এরমধ্যে ৫ ম্যাচ জয়, ৭ পরাজয় ও ৩ ম্যাচ ড্র।

Link copied!