• ঢাকা
  • সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫, ২৮ আশ্বিন ১৪৩২, ২১ রবিউস সানি ১৪৪৭

হু হু করে বাড়ছে রুপার দাম


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ১৩, ২০২৫, ১২:২৬ পিএম
হু হু করে বাড়ছে রুপার দাম
ছবি : সংগৃহীত

বিশ্ববাজারে সোনার পাশাপাশি রুপার দাম এখন চার দশকের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে। যার প্রভাব পড়েছে দেশের বাজারেও। দেশে ২২ ক্যারেট রুপার ভরি প্রায় ৫ হাজার টাকা নির্ধারণ করেছে জুয়েলার্স সমিতি, যা ইতিহাসে সর্বোচ্চ। ব্যবসায়ীরা বলছেন, আমদানি খরচ ও ডলারের বিনিময় হারে অস্থিরতার কারণেই রুপার দাম বাড়ছে।

প্রাচীনকালে বহুমুখী ব্যবহারের কারণে সোনার চেয়েও রুপার কদর ছিল বেশি। বর্তমানেও গয়না, ইলেকট্রনিকস, সোলার প্যানেল, স্মার্টফোন ও ডেটা সেন্টারে রুপার ব্যবহার বাড়ছে। ফলে সোনার সঙ্গে এই ধাতুটির দামও দিন দিন রেকর্ড করছে। যার প্রভাব পড়ছে দেশের বাজারে।

দেশে প্রতিভরি রুপার দাম এখন প্রায় ৫ হাজার টাকা। চলতি বছর ষষ্ঠবারের মতো রুপার দাম সমন্বয় করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি। এর মধ্যে বেড়েছে ৫ বার, কমেছে মাত্র একবার। বাজুসের সবশেষ ঘোষণায় ২২ ক্যারেট রুপার ভরি নির্ধারণ করা হয়েছে রেকর্ড ৪ হাজার ৯৮১ টাকা। ২১ ক্যারেটের দাম ৪ হাজার ৭৪৭ ও ১৮ ক্যারেটের দাম ৪ হাজার ৭১ টাকা।

ব্যবসায়ীরা বলছেন, আন্তর্জাতিক বাজারে সোনার দাম যেভাবে বেড়েছে সেভাবে রুপার দাম বাড়েনি। তবে আন্তর্জাতিক বাজারে দামের ঊর্ধ্বগতি, আমদানি খরচ ও ডলারের বিনিময় হারে অস্থিরতার কারণে স্বর্ণের মতো রূপার দামও বাড়ছে।

এক ব্যবসায়ী বলেন, স্বর্ণের দাম বৃদ্ধি পাচ্ছে। সে ক্ষেত্রে দাম মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে। এই জন্য মানুষ হয়তো রুপার দিকে ঝুকছে। আবার রুপার দাম বৃদ্ধি পেয়েছে।

আরেক ব্যবসায়ী বলেন, ‘আগে স্বর্ণের দাম ছিল তাদের নাগালের মধ্যে। কিন্তু এখন দেখা যাচ্ছে যারা মধ্যবিত্ত আছে তাদের স্বর্ণ কেনার সামর্থটা নাই।’  


বাজুস সহ-সভাপতি আনোয়ার হোসেন বলেন, ‘বিভিন্ন দেশে সেন্ট্রাল ব্যাংকগুলো রিজার্ভ করতেছে। এই জন্য স্বর্ণের দাম যে হারে বেড়েছে সেই হারে রুপার দাম বাড়েনি। তারপরও ওইটার সাথে সমন্বয় করে টুকটাক দাম বাড়ছে।’ 

শুধু দেশ নয়, বিশ্ববাজারেও রুপার দাম চার দশকের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে। বৃহস্পতিবার স্পট মার্কেটে প্রতি আউন্স রুপার দাম ছুঁয়েছে ৫১ ডলার। বিশ্লেষকেরা বলছেন, স্বর্ণের পাশাপাশি নিরাপদ বিনিয়োগ হিসেবে রুপার দিকেও ঝুঁকছেন অনেকে। এ অবস্থায় চাহিদা বৃদ্ধি ও সরবরাহ সংকটের কারণে এই ধাতুটির দাম বাড়ছে।

Link copied!