• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

সাইবার হামলার ঝুঁকিতে গুগল ক্রোম ব্যবহারকারীরা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ৯, ২০২২, ০৪:৫২ পিএম
সাইবার হামলার ঝুঁকিতে গুগল ক্রোম ব্যবহারকারীরা

জনপ্রিয় ইন্টারনেট ব্রাউজার গুগল ক্রোমের ব্যবহারকারীদের সতর্ক করেছে ভারত সরকার। ব্রাউজারটির নিরাপত্তা ব্যবস্থায় একাধিক দুর্বলতা খুঁজে পেয়েছে বিশেষজ্ঞরা। তাই এটি ব্যবহারে সাইবার হামলার শিকার হওয়ার ঝুঁকি আছে বলে আশঙ্কা করা হচ্ছে।

বিশ্বের সবচেয়ে বেশি ব্যবহৃত ব্রাউজারগুলোর মধ্যে অন্যতম গুগল ক্রোম। অ্যান্ড্রয়েড ডিভাইসের সঙ্গে এটি যুক্ত থাকায় অনেকেই বাধ্য হয়ে এটি ব্যবহার করেন।

পরিসংখ্যানকারী সংস্থা স্ট্যাটকাউন্টারের তথ্যমতে, বিশ্বে ব্রাউজারের বাজারে সবচেয়ে সবচেয়ে বেশি শেয়ার রয়েছে ক্রোমের দখলে। মোট ইন্টারনেট ব্যবহারকারীর ৬৩ ভাগই ক্রোম ব্যবহার করে থাকেন।

তবে ইন্ডিয়ান কম্পিউটার ইমার্জেন্সি রেসপন্স টিম (সিইআরটি-ইন) বলছে, ব্রাউজারটির নিরাপত্তায় একাধিক ত্রুটি রয়েছে। যার ফলে সরকারি সংস্থাটি মনে করছে, এই ব্রাউজার ব্যবহারে সাইবার হামলার শিকার হওয়ার সম্ভাবনা রয়েছে।

সিইআরটি-ইনের প্রতিবেদনে দাবি করা হয়, ব্রাউজারটির নিরাপত্তা ব্যবস্থায় ২৭টি দুর্বলতা খুঁজে পেয়েছে তারা, যা ব্যবহারকারীদের জন্য বড় ধরনের হুমকির কারণ হতে পারে।

মূলত উইন্ডোজ, ম্যাক ও লিনাক্স অপারেটিং সিস্টেম ব্যবহারকারীরা ক্রোমের মাধ্যমে সাইবার হামলার শিকার হতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। এ সমস্যা থেকে উদ্ধার পেতে তিনটি অপারেটিং সিস্টেমের জন্য ক্রোম ব্রাউজারটির আলাদা সংস্করণ চালু করেছে গুগল।

বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের আরো খবর

Link copied!