• ঢাকা
  • শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬

ভারতবাসীকে বিনা মূল্যে বিটকয়েন দিচ্ছেন মোদি!


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ১২, ২০২১, ০২:৪২ পিএম
ভারতবাসীকে বিনা মূল্যে বিটকয়েন দিচ্ছেন মোদি!

শনিবার গভীর রাতে হুট করেই বিটকয়েন নিয়ে একটি টুইট করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ মোদি। এতে বিটকয়েনের বৈধতা ঘোষণার সঙ্গে ভারতবাসীকে বাংলাদেশি অর্থে ২১০ কোটি টাকা সমমূল্যের বিটকয়েন দানের ঘোষণা দেন তিনি।

তবে কিছুক্ষণের মধ্যেই সবাই বুঝতে পারেন ভারতীয় প্রধানমন্ত্রীর টুইটার অ্যাকাউন্টটি হ্যাক করা হয়েছে। আর হ্যাকাররাই তার অফিশিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে ওই ঘোষণা দিয়েছেন।

এরপর এক বিবৃতিতে প্রধানমন্ত্রীর কার্যালয় জানায়, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির টুইটার হ্যান্ডেলটি ‘খুবই অল্প সময়ের জন্য হ্যাক করা হয়েছিল’ এবং পরে তা পুনরুদ্ধার করা হয়েছে। এ বিষয়ে টুইটার কর্তৃপক্ষকেও অবগত করা হয়েছে। এই সময়ের মধ্যে শেয়ার করা টুইটগুলো এড়িয়ে যাওয়ার জন্য সবাইকে অনুরোধ জানানো হলো।”

টুইটার কর্তৃপক্ষ জানায়, নরেন্দ্র মোদির টুইটার অ্যাকাউন্ট সুরক্ষিত করতে বিশেষ পদক্ষেপ নেওয়া হচ্ছে। প্রধানমন্ত্রীর দপ্তরের সঙ্গে ২৪ ঘণ্টা যোগাযোগ রাখছে টুইটার।

মোদির টুইটার অ্যাকাউন্ট হ্যাক হওয়ার খবর প্রকাশ্যে আসার পর অন্যান্য অ্যাকাউন্টগুলোর নিরাপত্তাও বৃদ্ধি করেছে টুইটার।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানায়, ভারতের তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয়ের ইমার্জেন্সি রেসপন্স টিম হ্যাকারদের চিহ্নিত করতে তদন্তে করছে।

টুইটারে মোদির ৭ কোটির বেশি অনুসারী রয়েছে। তাই খুব দ্রুতই হ্যাকারদের করা পোস্টটি ভাইরাল হয়। অবশ্য কিছুক্ষণ পরই অ্যাকাউন্ট পুনরুদ্ধার করে ভুয়ো টুইটগুলো মুছে ফেলে প্রধানমন্ত্রীর কার্যালয়।

এর আগে গত বছরের সেপ্টেম্বরেও মোদির টুইটার অ্যাকাউন্ট হ্যাক হয়েছিল।

বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের আরো খবর

Link copied!