• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

নতুন সামাজিক মাধ্যম চালু করবেন ইলন মাস্ক!


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ২৮, ২০২২, ০৭:৩৮ পিএম
নতুন সামাজিক মাধ্যম চালু করবেন ইলন মাস্ক!

নতুন সামাজিক যোগযোগ মাধ্যম আনার ইঙ্গিত দিয়েছেন স্পেসএক্স ও টেসলার কর্ণধার ইলন মাস্ক। বিষয়টিকে গুরুত্ব দিয়ে ভাবছেন বলে জানিয়েছেন বিশ্বের শীর্ষ ধনীদের অন্যতম এই মার্কিন প্রযুক্তিবিদ। এক টুইট বার্তায় এমনটাই ইঙ্গিত দেন তিনি। 

টুইটারে বাকস্বাধীনতা নিয়ে একটি জরিপ করেন বিখ্যাত উদ্যোক্তা ইলন মাস্ক। সেখানে তিনি জানতে চান, “টুইটার বাকস্বাধীনতার নীতি মানছে কি না? কারণ গণতন্ত্রের জন্য মত প্রকাশের স্বাধীনতা সবচেয়ে প্রয়োজনীয়।”

ইলনের এ সমীক্ষায় ২০ লাখ ৩৫ হাজারের বেশি মানুষ ভোট দিয়েছেন। ৭০ দশমিক ৪ শতাংশ উত্তরদাতা বলেছেন, টুইটার এই নীতি মানছে না। আর ২৯ দশমিক ৬ লোক মনে করেন টুইটার নীতি মেনেই চলছে।

জরিপ শুরুর পর আরেকটি টুইট করেন ইলন মাস্ক। সেখানে তিনি লিখেন, “এ জরিপের ফল খুবই গুরুত্বপূর্ণ হবে। আপনারা ভেবেচিন্তে ভোট দেবেন।”

এই জরিপ চলাকালে প্রণয় প্যাটেল নামে এক টুইটার ব্যবহারকারী ইলন মাস্কের কাছে জানতে চান, “তিনি নতুন কোনো সামাজিক যোগাযোগ মাধ্যম আনার বিষয়ে ভাবছেন কি না, যেখানে বাকস্বাধীনতার নীতি মানা হবে এবং মত প্রকাশের স্বাধীনতাকে সর্বোচ্চ প্রাধান্য দেওয়া হবে। যেখানে গুজব ছড়ানোর কোন সুযোগ থাকবে না। আমার মনে হয়, এমন একটা সামাজিক মাধ্যমের খুব প্রয়োজন।”

প্রণয়ের সেই টুইটের জবাব দিয়েছেন ইলন। তিনি জানান, এমই একটি সামাজিক মাধ্যম আনার বিষয়ে তিনি ভাবছেন। বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করছেন তিনি।

বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের আরো খবর

Link copied!