গুগলের সঙ্গে সমন্বয়ে ভারতে স্বল্পমূল্যের ৪জি স্মার্টফোন তৈরির ঘোষণা দিয়েছেন রিল্যায়েন্স গ্রুপের প্রতিষ্ঠাতা ও ধনাঢ্য ব্যবসায়ী মুকেশ অম্বানী।
‘জিওফোন নেক্সট’ সিরিজের এই ফোনে গুগল এবং জিও-র অ্যাপ্লিকেশনসহ অত্যাধুনিক সব সুযোগসুবিধা যুক্ত থাকবে বলে জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি।
মুকেশ অম্বানী বলেন, ‘‘ভারতে প্রায় ৩০ কোটি গ্রাহক আর্থিক সমস্যার কারণে ৪জি স্মার্টফোন ব্যবহার করতে পারেছেন না। তাদের কথা মাথায় রেখেই সস্তায় ৪জি স্মার্টফোন আনার উদ্যোগ নিয়েছে জিও।”
আগামী ১০ সেপ্টেম্বর ভারতে জিওফোন নেক্সট পাওয়া যাবে। ভারতের পর ধীরে ধীরে অন্যান্য দেশের বাজারেও আসবে জিওফোন নেক্সট।