• ঢাকা
  • মঙ্গলবার, ০৮ জুলাই, ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২, ১২ মুহররম ১৪৪৬

অনলাইনে সন্তানের নিরাপত্তা নিয়ে চিন্তিত ৭০ ভাগ অভিভাবক


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ১৬, ২০২২, ০৭:২৫ পিএম
অনলাইনে সন্তানের নিরাপত্তা নিয়ে চিন্তিত ৭০ ভাগ অভিভাবক

বর্তমান সময়ে শিশুদের মোবাইল কিংবা ট্যাব ব্যবহার করা যেন খুব স্বাভাবিক ব্যাপার। তবে এর বিরূপ প্রভাব নিয়েও প্রায় সময়ই দুশ্চিন্তায় থাকেন অভিভাবকরা।

করোনাকালে অনলাইন ক্লাস আর ঘরবন্দি থাকায় শিশু-কিশোরদের ইন্টারনেটে সময় কাটানোর পরিমাণও বেড়েছে। একই সঙ্গে বেড়েছে নানান ঝুঁকি।

সম্প্রতি সরকারি সেবা প্রতিষ্ঠান ডিজিটাল লিটারেসি সেন্টারের (ডিএলসি) এক জরিপে দেখা গেছে, অনলাইনে সন্তানেরা কতটুকু নিরাপদ - তা নিয়ে চিন্তিত ৭০ ভাগ অভিভাবক। অনলাইনে সন্তানকে কীভাবে নিরাপদ রাখা যায়, তার উপায় জানতে চান তারা।

সামাজিক যোগাযোগমাধ্যম ও ইন্টারনেটকে দৈনন্দিন জীবনে কাজে লাগানোর উপায় নিয়ে আগ্রহ আছে সবার। তবে শিশুরা যেন ইন্টারনেট ব্যবহার করতে গিয়ে কোন বিপদের শিকার না হয় সেই সেই চিন্তায়ও উদ্বিগ্ন তারা।

প্রায় ১ হাজার জনের ওপর পরিচালিত হয়েছে এই জরিপ। এতে দেখা যায়, অনলাইন সংবাদের সত্য-মিথ্যা যাচাইয়ের উপায় জানতে চান ৬২ শতাংশ মানুষ। অনলাইনে আয়ের উপায় জানতে চান ৫৭ ভাগ মানুষ। এছাড়াও ৪০ শতাংশ মানুষ ডিজিটাল নিরাপত্তার আইনগত দিক নিয়েও জানতে আগ্রহী।

Link copied!