হার্টের গুরুতর সমস্যায় ভুগছে সাড়ে পাঁচ বছর বয়সী সারাহ বিনতে রশিদ। তার মস্তিষ্কে পানি জমে যাওয়ায় হার্টে রক্ত চলাচল বন্ধ হয়ে গেছে তার। বর্তমানে সে মালয়েশিয়ার টুনকু আজিজাহ হাসপাতালে চিকিৎসাধীন।
সারাহর মামা মো. জহিরুল ইসলাম জানিয়েছেন, প্রথম ধাপের সারাহর মাথায় অপারেশন সম্পন্ন হয়েছে। বর্তমানে সে টুনকু আজিজাহ হাসপাতালের আইসিইউতে রয়েছে। এরই মধ্যে ৩ থেকে ৪ লাখ টাকা খরচ হয়েছে। বাকি চিকিৎসার জন্য আরও ১০ থেকে ১২ লাখ টাকা প্রয়োজন।
এ অবস্থায় ছোট্ট সারাহকে বাঁচাতে সবার আর্থিক সহযোগিতা কামনা করছেন সারাহর পরিবার।
সাহায্যের জন্য বিকাশ নাম্বার : ০১৯৫৫৫১৭৫৪৩ (মো. জহিরুল ইসলাম)।