সিঙ্গার ঈদ অফার ২০২১ উপলক্ষে সিঙ্গারের দোকান থেকে ফ্রিজ কিনলে ১৫,০০০ টাকা পর্যন্ত লোভনীয় ডিসকাউন্ট দিচ্ছে ।এছাড়া স্ক্র্যাচ কার্ডে থাকছে দুর্দান্ত ১০০% ডিসকাউন্ট উপভোগের সুযোগ। প্রতিদিন লাকি ড্রয়ে অংশগ্রহণে পেতে পারেন মেশিন, মাইক্রোওয়েভ ওভেন। ১২মাসের কিস্তির সুবিধাই কেনা যাবে। পাশাপাশি ৩১ টি ব্যাংকার কার্ড দিয়ে কিনলে পাচ্ছেন কোনো খরচ ছাড়াই ২৪ মাসের কিস্তির সুবিধা।
ঈদ-ডাবল আনন্দ অফারে বাসার পুরোনো ফ্রিজ এক্সচেঞ্জ করে নিতে পারেন সিঙ্গারের নতুন ফ্রিজ। সিঙ্গারের ফ্রিজে ফাস্ট ফ্রিজিং প্রযুক্তি ব্যাবহার করা হয়েছে যা ফ্রিজে রাখা খাবার কে সতেজ এবং পুষ্টি ও গুনাগুন সঠিক রাখে। আন্টি ব্যাকটেরিয়াল গাস্কেট থাকার কারণে ফ্রিজের ভিতরে ছত্রাক এবং ব্যাকটেরিয়া বাসাবাঁধতে দেয় না। যার কারণে ফ্রিজের ভিতরে থাকা খাবার নষ্ট হতে দেয় না।
৩৩৩ লিটারের প্রতিটি Direct Cool, Deep Freezer, No frost এবং Side by Side ফ্রিজের সাথে থাকবে ১০ বছরের কম্প্রেসরের ওয়ারান্টি এবং ২ বছরের সার্ভিস উওয়ারান্টির নিশ্চয়তা। এই অফারটি চলবে আগামী ৩১ শে জুলাই পর্যন্ত। কিস্তিতে ফ্রিজ কেনা যাবে শুধুমাত্র সিঙ্গার প্লাস শোরুম থেকে কেনার ক্ষেত্রে প্রযোজ্য হবে।






































