চলনবিলে মৎস্য শিকারিদের বাউৎ উৎসব


পাবনা প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ২৯, ২০২৩, ০২:৫৯ পিএম
চলনবিলে মৎস্য শিকারিদের বাউৎ উৎসব
কে মাছ পেলেন, কে পেলেন না তা নিয়ে হতাশা নেই
ভোর থেকেই মৎস্য শিকারিরা হাজির হন চলনবিলের বাউৎ উৎসবে
কারো হাতে পলো, কারো হাতে খেয়া জাল, বাদাই জালসহ মাছ ধরার নানা উপকরণ
দল বেঁধে বিলে নেমে মনের আনন্দে মাছ শিকার শুরু করেন তারা
এ বছর বিলে মিলছে না কাঙ্ক্ষিত মাছের দেখা

Link copied!