• ঢাকা
  • বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬

বিএনপির বিজয় র‌্যালি দুপুরে


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ডিসেম্বর ১৯, ২০২১, ১০:০৯ এএম
বিএনপির বিজয় র‌্যালি দুপুরে

রাজধানীতে মহান বিজয় দিবস ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বিজয় র‌্যালি করবে বিএনপি।রোববার (১৯ ডিসেম্বর) দুপুর ২টায় নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয় থেকে শুরু হবে এ শোভাযাত্রা।

এর আগে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে  শনিবার (১৮ ডিসেম্বর) বিকেলে সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী এ কর্মসূচি ঘোষণা করেন।

রিজভী বলেন, “রোববার দুপুরে নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে থেকে এ বিজয় র‌্যালি শুরু হবে। র‌্যালিতে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ও সিনিয়র নেতারা নেতৃত্ব দেবেন।”

এছাড়া বিজয় র‌্যালিতে অংশ নেওয়ার জন্য নেতাকর্মীদের দুপুর একটার আগেই নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে উপস্থিত হওয়ার আহ্বান জানিয়েছেন রুহুল কবির রিজভী।

Link copied!