• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬

বনানীতে সড়ক দুর্ঘটনায় ৫ জন আহত


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ডিসেম্বর ১১, ২০২১, ০১:০৬ পিএম
বনানীতে সড়ক দুর্ঘটনায় ৫ জন আহত

রাজধানীর বনানীর নৌবাহিনী সদর দপ্তরের সামনে সড়ক দুর্ঘটনায় সিএনজিচালিত অটোরিকশাচালকসহ পাঁচজন আহত হয়েছেন। আহত ব্যক্তিরা হলেন—অটোরিকশার যাত্রী আলামিন মিয়া (৫০), দুলাল হোসেন (৩৫ ), হাবিবুর রহমান (৩০), বেলাল হোসেন (৩০) ও অটোরিকশাচালক রাসেল (৩৫)। আহতদের মধ্যে দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দ্রুতগামী একটি ব্যক্তিগত গাড়ির ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে।

বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আজম মিয়া বলেন, শুক্রবার রাত একটার দিকে একটি দ্রুতগামী ব্যক্তিগত গাড়ির ধাক্কায় অটোরিকশাচালকসহ পাঁচজন আহত হয়েছেন। এ ঘটনায় ব্যক্তিগত গাড়ি জব্দ করা হলেও কাউকে পাওয়া যায়নি।

আহত ব্যক্তিদের প্রতিবেশী মো. শাহ আলম জানান, তাদের চারজনের বাড়ি সিরাজগঞ্জ কাজীপুর উপজেলায়। বর্তমানে তেজগাঁও বেগুনবাড়ি রশিদের বাড়িতে ভাড়া থাকেন। তারা ডেকোরেটরের কাজ করেন।

মো. শাহ আলম আরো জানান, গত রাতে কাজের জন্য রামপুরা থেকে অটোরিকশায় করে বনানীতে যাওয়ার পথে নৌবাহিনী সদর দপ্তরের সামনে দুর্ঘটনার শিকার হন। এর মধ্যে আলামিন ও অটোরিকশাচালক রাসেল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন।

Link copied!