• ঢাকা
  • বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে আ.লীগের শ্রদ্ধা


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ডিসেম্বর ১৬, ২০২১, ০৩:৫২ পিএম
বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে আ.লীগের শ্রদ্ধা
ছবি: সংগৃহীত

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে জাতির পিতা রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে শ্রদ্ধা জানিয়েছে আওয়ামী লীগ।  

বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) দিবসটি উপলক্ষে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে প্রথমে প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনা জাতির পিতার প্রতিকৃতি ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগ সভাপতি হিসেবে দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও মন্ত্রীসভার সদস্যদেরকে সঙ্গে নিয়ে ধানমণ্ডি ৩২ নম্বরে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান।

পরে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদনের পর সেখানে নেতৃবৃন্দ কিছু সময় নীরবে দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকেন।

এ সময় উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য আমির হোসেন আমু, সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী, জাহাঙ্গীর কবির নানক. আব্দুর রহমান. যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ ডাক্তার. দীপু মনি আ ফ ম বাহাউদ্দিন নাছিম. সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন. বিএম মোজাম্মেল হক পানিসম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবদুস সোবহান গোলাপ, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।

আওয়ামী লীগের শ্রদ্ধা নিবেদনের পর দলের বিভিন্ন ইউনিট ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ফুল দিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান ৷
 

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!