• ঢাকা
  • বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬

ইউক্রেন থেকে বাংলাদেশিদের সরিয়ে নেওয়া হবে


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৫, ২০২২, ০৯:৩২ এএম
ইউক্রেন থেকে বাংলাদেশিদের সরিয়ে নেওয়া হবে

ইউক্রেনে আটকে পড়া বাংলাদেশিদের পোল্যান্ডের মাধ্যমে সরিয়ে নেওয়ার ব্যবস্থা করা হয়েছে। ওয়ারশ তাদের ১৫ দিনের অন-অ্যারাইভাল ভিসা দিতে সম্মত হয়েছে।

বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার তার কার্যালয়ে সাংবাদিকদের জানান, পোলিশ সরকার বাংলাদেশি নাগরিকদের ১৫ দিনের জন্য অন-অ্যারাইভাল ভিসা দিতে সম্মত হয়েছে।

শাহরিয়ার আলম আরও জানান, ইউক্রেনে অবস্থানরত ২৫০ জন বাংলাদেশি এখন পর্যন্ত একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে তালিকাভুক্ত হয়েছে এবং সরকারি হিসাব অনুযায়ী আরও ২৫০ জন বাংলাদেশি বর্তমানে সেখানে বসবাস করছেন। তবে এই সংখ্যা ৫০০ জনের বেশি হতে পারে।

ইউক্রেনের পশ্চিম সীমান্তে পোল্যান্ডের অবস্থান। রাশিয়ান সৈন্যরা পূর্ব দিক দিয়ে ইউক্রেনে অনুপ্রবেশ করেছে।   

প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ সরকার চার্টার্ড ফ্লাইটের মাধ্যমে ১৫ দিনের মধ্যে পোল্যান্ড থেকে নাগরিকদের সরিয়ে নেবে। বাংলাদেশের ওয়ারশ মিশনে অতিরিক্ত জনবল নিয়ে প্রস্তুত রাখা হয়েছে। জার্মানি ও ইতালির বাংলাদেশ দূতাবাস থেকে কয়েকজন কর্মকর্তাকে নিয়ে আসা হয়েছে। 

প্রতিমন্ত্রী আরও বলেন, ওয়ারশতে বাংলাদেশ মিশন বাংলাদেশী নাগরিকদের শনাক্ত করতে এবং কনস্যুলার পরিষেবার পাশাপাশি তাদের অস্থায়ীভাবে বিনা মূল্যে থাকার জন্য অস্থায়ী ক্যাম্প স্থাপনে পোলিশ কর্তৃপক্ষকে সহায়তা করবে।

পররাষ্ট্র মন্ত্রণালয় ইউক্রেনে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের ওয়ারশতে বাংলাদেশ মিশনের সঙ্গে টেলিফোন নম্বর: +৪৮৫৭২০৯৪৩৮১-এর মাধ্যমে যোগাযোগ করার আহ্বান জানিয়েছে এবং তাদের নিরাপদ স্থানে এবং প্রয়োজনে পোল্যান্ডে যেতে বলেছে।

শাহরিয়ার আলম বলেন, ইউক্রেনে আটকে পড়া বাংলাদেশিদের ফিরিয়ে আনার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয় ইতোমধ্যে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এবং বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সঙ্গে বিমান চার্টার করার বিষয়ে আলোচনা করেছে।

এদিকে পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে যে, ইউক্রেনে সাম্প্রতিক সহিংসতা বৃদ্ধিতে বাংলাদেশ গভীরভাবে উদ্বিগ্ন। কারণ এই ধরনের সহিংসতা সমগ্র অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতাকে মারাত্মকভাবে প্রভাবিত করবে।

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!