রাজধানীর মগবাজারে একটি বাসায় মায়ের সঙ্গে অভিমান করে গলায় ফাঁস দিয়ে নৌরিন জাহান ঝিলিক (১৮) নামে এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে। পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শুক্রবার (৭ জানুয়ারি) বিকেল ৩টার দিকে এ ঘটনা ঘটে।
স্বজনরা জানান, তাদের বাড়ি ঢাকার নাবাবগঞ্জে। এক ভাই দুই বোনের মধ্যে মেঝ ছিল ঝিলিক। বাবা মৃত রাহাতুল্লাহ। মা মমতাজ বেগমের সঙ্গে থাকতো মগবাজারের গাবতলা এলাকার একটি বাসার ষষ্ঠ তলাতে। তেজগাঁওয়ে হলিক্রস গার্লস স্কুল অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণিতে পড়তো ঝিলিক।
নিহতের জমজ বোন নুসরাত জাহান জানান, সকালে ঘুম থেকে দেরি করে উঠায় মা ঝিলিককে সামান্য বকাঝকা করে। এরপর পড়তে বসতে বলে তিনি সাভারে এক আত্মীয়ের বাসায় চলে যান। তখন ভাই-বোনদের অগোচরে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেয় ঝিলিক। কিছুক্ষণ পর দেখতে পেয়ে স্বজনদের খবর দিলে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
এ বিষয়ে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া জানান, অচেতন অবস্থায় স্বজনরা তাকে হাসপাতালে নিয়ে আসেন। তবে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে বলে জানান চিকিৎসক। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।