• ঢাকা
  • রবিবার, ১২ মে, ২০২৪, ২৯ বৈশাখ ১৪৩১, ৪ জ্বিলকদ ১৪৪৫

মোখার কেন্দ্রে বাতাসের গতিবেগ বাড়ছে


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: মে ১২, ২০২৩, ১১:০৬ এএম
মোখার কেন্দ্রে বাতাসের গতিবেগ বাড়ছে

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় মোখা শক্তি বৃদ্ধি করে অতি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। পাশাপাশি এর কেন্দ্রে বাতাসের গতিবেগ বাড়ছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

শুক্রবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অফিস।

সর্বশেষ বিজ্ঞপ্তি অনুযায়ী, মোখার কেন্দ্রের ৬৪ কিলোমিটারের মধ্যে বাতাসের সর্বোচ্চ গতিবেগ ছিল ঘণ্টায় ৯০ কিলোমিটার। সেটি দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে ১১৫ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. উমর ফারুক বলেন, মোখার গতিবেগ ১১০ থেকে বেড়ে ১১৫ কিলোমিটার পর্যন্ত হয়েছে। 

সাইক্লোন বা ঘূর্ণিঝড়ের সময় বাতাসের গতিবেগ ৬২ থেকে ৮৮ কিলোমিটার হলে সেটি হয় সাইক্লোন বা ঘূর্ণিঝড়। বাতাসের গতিবেগ ৮৮ থেকে ১১৭ হলে তাকে বলা হয় প্রবল ঘূর্ণিঝড়। আর বাতাস যদি ১১৭ থেকে ২২০ কিলোমিটার বেগে বয়, তবে তা হয় অতি প্রবল ঘূর্ণিঝড়। আর ২২০ কিলোমিটারের ওপরে বাতাসের গতিবেগ উঠলে তাকে সুপারসাইক্লোন বলা হয়।

Link copied!