• ঢাকা
  • শুক্রবার, ০৪ জুলাই, ২০২৫, ২০ আষাঢ় ১৪৩২, ০৮ মুহররম ১৪৪৬

মুক্তিযোদ্ধার নাতির কোটা বিরোধিতা নিয়ে যা বললেন প্রধানমন্ত্রী


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জুলাই ১৪, ২০২৪, ০৫:২৫ পিএম
মুক্তিযোদ্ধার নাতির কোটা বিরোধিতা নিয়ে যা বললেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

চলামান কোটা সংস্কার আন্দোলনে মুক্তিযোদ্ধার নাতির অংশগ্রহণ নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, “মুক্তিযোদ্ধার নাতি, যে বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে মুক্তিযোদ্ধা কোটা ব্যবহার করে, সে নাকি এখন বলে কোটা থাকবে না। তাহলে সে বিশ্ববিদ্যালয়ে আছে কেন।

প্রধানমন্ত্রী বলেন, “মুক্তিযোদ্ধা কোটায় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে এখন বলে কোটা লাগবে না। একে ইউনিভার্সিটি থেকে বের করে দেওয়া উচিৎ। কোটা নাই, চলে যাও, বাড়ি গিয়ে বসে থাক।”

সরকারপ্রধান বলেন, “তার যদি লজ্জা থাকে, তাহলে সে ভার্সিটি থেকে পড়াশোনা বন্ধ করে বলুক গিয়ে কোটা লাগবে না।”

শেখ হাসিনা বলেন, “কোটা নিয়ে যারা আন্দোলন করছে তারা আইন মানে না, সংবিধান বোঝে না। আদালতে বিষয়টি সমাধান না হওয়া পর্যন্ত কিছু করার নেই। তবে কোনো ধ্বংসাত্মক কাজ করা যাবে না।”

সরকারপ্রধান বলেন, “মেধা কার কত সেটা পরীক্ষায় দেখা যায়, সবসময় সব কোটা পূর্ণও হয় না। তখন মেধা তালিকা থেকেই নিয়োগ দেওয়া হয়।”

শেখ হাসিনা বলেন, “মুক্তিযোদ্ধাদের ওপর এত ক্ষোভ কেন। মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরা পাবে (কোটা) না; তবে কি রাজাকারের নাতিপুতিরা পাবে?”

 

Link copied!