• ঢাকা
  • বুধবার, ১৫ মে, ২০২৪, ১ জ্যৈষ্ঠ ১৪৩১, ৭ জ্বিলকদ ১৪৪৫

নির্বাচনে বিএনপির অংশগ্রহণ নিয়ে যা বললেন সিইসি


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ডিসেম্বর ১৮, ২০২৩, ০৩:২৯ পিএম
নির্বাচনে বিএনপির অংশগ্রহণ নিয়ে যা বললেন সিইসি
প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। ফাইল ফটো

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছে না বিএনপি। এ বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেন, “নির্বাচনে একটা গুরুত্বপূর্ণ দল ছিল (বিএনপি), তারা অংশ নিচ্ছে না, নিলে ভালো হতো। আমরা তাদের নির্বাচনে আসার জন্য আহ্বান জানিয়েছিলাম।”

সোমবার (১৮ ডিসেম্বর) আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরির সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

কাজী হাবিবুল আউয়াল বলেন, “নির্বাচন যেভাবে করতে হয়; সরকারের সহায়তা নিয়ে তা করতে চাচ্ছি।”

সিইসি আরও বলেন, “দ্বাদশ সংসদ নির্বাচন পর্যবেক্ষণে জাপান প্রতিনিধি পাঠাবে। সব দেশ দ্বাদশ সংসদ নির্বাচন সম্পর্কে খবর নিচ্ছে। তাই আমরাও বলেছি, এ নির্বাচন অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু হবে।”

এর আগে সিইসির সঙ্গে বৈঠক করেন জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি। বৈঠক শেষে জাপানের রাষ্ট্রদূত বলেন, “এ নির্বাচনে ভোট পর্যবেক্ষণে তিনজন জাপানি পর্যবেক্ষক ও ১৩ জন সাপোর্টিং স্টাফ আসবেন।”

বৈঠকে ইসি সচিব মো. জাহাংগীর আলম ও অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথসহ কমিশনের অন্যান্য কর্মকর্তারাও অংশ নেন।

Link copied!