• ঢাকা
  • রবিবার, ০৫ মে, ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১, ২৫ শাওয়াল ১৪৪৫

আগুন লাগা ভবনের ছাদে বহু মানুষের ছুটাছুটি


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ২৬, ২০২৩, ০৭:২২ পিএম
আগুন লাগা ভবনের ছাদে বহু মানুষের ছুটাছুটি
আগুন লাগা মহাখালীর খাজা টাওয়ারের ছাদে আতঙ্কিত মানুষ। ছবি-সংগৃহীত

মহাখালীতে আগুন লাগা খাজা টাওয়ারের সেই ভবনে আটকা পড়েছে বহু মানুষ। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের আটটি ইউনিটের পাশাপাশি যোগ দিয়েছে সেনা, নৌ ও বিমান বাহিনীর দল।

ফায়ার সার্ভিস সূত্র এবং সশস্ত্র বাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর সূত্রে এই তথ্য জানা গেছে।

আইএসপিআর এর পাঠানো ক্ষুদে বার্তায় জানানো হয়, সেনা নৌ ও বিমান বাহিনীর সদস্যরা ফায়ার সার্ভিসকে আগুন নেভানোর কাজে সহযোগিতা করবেন।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, মহাখালীর খাজা টাওয়ারে দমকল বাহিনীর সাতটি ইউনিট কাজ করছে। রাস্তায় আরও একটি ইউনিট রয়েছে। এখন পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী ভবনে বহু মানুষ আটকে আছেন। আটকে পড়াদের উদ্ধারে কাজ চলছে।

এদিকে, ১৪ তলা ভবনের ছাদে বহু মানুষকে জড়ো হতে দেখা যাচ্ছে। কেউ কেউ আতঙ্কে ছুটাছুটি করছেন। আবার কেউ ঝুঁকি নিয়ে দড়ি বেয়ে পাশের ভবনে নামার চেষ্টা করছেন, এমন দৃশ্যও দেখা গেছে। 

Link copied!