• ঢাকা
  • বৃহস্পতিবার, ০১ মে, ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২, ২ জ্বিলকদ ১৪৪৬

নাগরিকদের পার্বত্যাঞ্চল ভ্রমণ না করার পরামর্শ মার্কিন দূতাবাসের


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ২০, ২০২৫, ০৯:১৪ এএম
নাগরিকদের পার্বত্যাঞ্চল ভ্রমণ না করার পরামর্শ মার্কিন দূতাবাসের
লোগো

মার্কিন নাগরিকদের পার্বত্য চট্টগ্রাম ভ্রমণ না করার পরামর্শ দিয়েছে ঢাকার দেশটির দূতাবাস। একই সঙ্গে বাংলাদেশ ভ্রমণের বিষয়টি পুনর্বিবেচনা করতেও পরামর্শ দিয়েছে দূতাবাস।

শুক্রবার দূতাবাসের ওয়েবসাইটে এ-সংক্রান্ত একটি সতর্কবার্তা দেওয়া হয়েছে। এতে বাংলাদেশকে লেভেল-৩ এবং পার্বত্য চট্টগ্রামকে লেভেল–৪ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

সতর্কবার্তায় বলা হয়েছে, অস্থিতিশীলতা, অপরাধ ও সন্ত্রাসমূলক কর্মকাণ্ডের কারণে বাংলাদেশ ভ্রমণের বিষয়টি পুনর্বিবেচনা করুন। কয়েকটি এলাকায় নিরাপত্তা ঝুঁকি বৃদ্ধি পেয়েছে।

পার্বত্য চট্টগ্রাম ভ্রমণ সতর্কতায় বলা হয়েছে, জাতিগত সহিংসতা, অপরাধ, সন্ত্রাস, অপহরণ এবং অন্যান্য নিরাপত্তা ঝুঁকির কারণে খাগরাছড়ি, রাঙামাটি ও বান্দরবান পার্বত্য জেলাগুলো ভ্রমণে বিরত থাকুন।

এতে আরও বলা হয়েছে, অন্তর্বর্তী সরকার গঠনের পাশাপাশি ২০২৪ সালের গ্রীষ্ম থেকে অস্থিতিশীলতা এবং সহিংসতা বৃদ্ধি পেয়েছে। বিচ্ছিন্ন বিক্ষোভগুলো যেকোনো সময় সহিংসতা রূপ নিতে পারে। মার্কিন নাগরিকদের এসব জমায়েত, শান্তিপূর্ণ হলেও এড়িয়ে চলতে বলা হচ্ছে। কারণ যেকোনো সময় পরিস্থিতি সহিংস হয়ে উঠতে পারে।

বাংলাদেশে সন্ত্রাসী হামলার ঝুঁকি রয়েছে বলেও নাগরিকদের সতর্ক করেছে মার্কিন দূতাবাস। সতর্কবার্তায় মার্কিন সরকারি কর্মচারীদের খুব প্রয়োজন ছাড়া কূটনৈতিক এলাকার বাইরে না যেতে বলা হয়েছে। ঢাকার বাইরে ভ্রমণ করতে তাদের বিশেষ অনুমোদন নিতে বলা হয়েছে। অবশ্য সিলেট ও কক্সবাজার ভ্রমণের ক্ষেত্রে কোনো অনুমোদন লাগবে না বলে জানিয়েছে দূতাবাস।

Link copied!