• ঢাকা
  • মঙ্গলবার, ০৮ জুলাই, ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২, ১২ মুহররম ১৪৪৬

বাংলাদেশের চলমান অস্থিরতায় জাতিসংঘের উদ্বেগ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ৯, ২০২২, ০৯:৩১ এএম
বাংলাদেশের চলমান অস্থিরতায় জাতিসংঘের উদ্বেগ

বাংলাদেশের চলমান পরিস্থিতির ওপর নজর রাখছে জাতিসংঘ। গত কয়েক দিনে বিরোধী রাজনৈতিক নেতা-কর্মীদের ওপর হামলা ও প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের খবর নজরে রয়েছে বলে জানিয়েছেন সভা–সমাবেশের অধিকারবিষয়ক জাতিসংঘের বিশেষ র‌্যাপোর্টিয়ার ক্লেমেন্ট ভউল। তিনি এক টুইট বার্তায় বিষয়টি নিয়ে উদ্বেগ জানিয়েছেন।

বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) টুইট বার্তায় ক্লেমেন্ট ভউল লিখেন, “বাংলাদেশে এ বছরের জুলাই মাস থেকে শান্তিপূর্ণ বিক্ষোভে হামলা এবং মৃত্যু ঘটানোর মতো প্রাণঘাতী শক্তি প্রয়োগের  উদ্বেগজনক খবর পাওয়া যায়। এর পর থেকেই বাংলাদেশের ঘটনাবলি অনুসরণ করা হচ্ছে। বাংলাদেশের কর্তৃপক্ষকে অবশ্যই শান্তিপূর্ণ সমাবেশের অধিকারের নিশ্চয়তা দিতে হবে। বিক্ষোভকারীদের বিরুদ্ধে অতিরিক্ত শক্তি প্রয়োগ করা থেকে বিরত থাকতে হবে।“

টুইট বার্তায় ক্লেমেন্ট ভউল আরও লিখেন, “২০২১ সালে শান্তিপূর্ণ সমাবেশে আইন প্রয়োগকারী সংস্থার প্রাণঘাতী বল প্রয়োগের অনুরূপ প্রতিবেদন পেয়েছিলাম। ওই সময় বাংলাদেশ সরকারের সঙ্গে যোগাযোগ করে উদ্বেগ প্রকাশ করা হয়।’

বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) রাজধানীতে বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় দলের এক কর্মী নিহত হন। ওই ঘটনার পর  ঢাকায় নিযুক্ত জাতিসংঘের আবাসিক প্রতিনিধি উইন লুইস উদ্বেগ প্রকাশ করেন। এক বিবৃতিতে তিনি বলেন, “জাতিসংঘের একটি সদস্যরাষ্ট্র হিসেবে মতপ্রকাশ, গণমাধ্যম ও শান্তিপূর্ণ সমাবেশের স্বাধীনতাসহ মানবাধিকারের সর্বজনীন ঘোষণাপত্রে অঙ্গীকারের কথা বাংলাদেশকে স্মরণ রাখতে হবে।জাতিসংঘ বাংলাদেশের সব মানুষের সঙ্গে একাত্মতা প্রকাশ করছে। সমান অধিকার, মর্যাদা ও স্বাধীনতার মূল্যবোধ সমুন্নত রাখতে সবাই প্রতিশ্রুতিবদ্ধ।“

শুধু জাতিসংঘ নয়, বাংলাদেশের চলমান রাজনৈতিক অস্থিরতায় উদ্বেগ জানিয়েছে যুক্তরাষ্ট্রও। ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত পিটার হাস এক বিবৃতিতে এই উদ্বেগ প্রকাশ করেন। তিনি আইনের শাসনকে জানিয়ে সব সহিংসতা, হয়রানি ও ভয়-ভীতি দেখানো থেকে বিরত থাকার জন্য আহ্বান জানান। 

এ ছাড়া উদ্বেগ জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র নেড প্রাইস। ওয়াশিংটনে ব্রিফিংয়ে তিনি চলমান রাজনৈতিক অস্থিরতায় কোনো দল কিংবা প্রার্থীকে হুমকি, উসকানি অথবা সহিংসতার ঘটনা না ঘটানোর জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

Link copied!