• ঢাকা
  • শনিবার, ০৩ মে, ২০২৫, ২০ বৈশাখ ১৪৩২, ৪ জ্বিলকদ ১৪৪৬

পুকুরে গোসল করতে নেমে প্রাণ গেল দুই শিশুর


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: আগস্ট ১, ২০২৩, ০৩:৫০ পিএম
পুকুরে গোসল করতে নেমে প্রাণ গেল দুই শিশুর

রাজধানীর যাত্রাবাড়ীর কোনাপাড়ায় একটি পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে মো. সিয়াম (১১) ও সাথিনুর (৯) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১ আগস্ট) বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।

ঘটনার বিবরণ দিয়ে শিশু সিয়ামের চাচাতো ভাই মুনসুর মিয়া বলেন, “সকালে মাদ্রাসা থেকে বাসায় এসে এলাকার অন্যান্য শিশুদের নিয়ে কোনাপাড়া বাড়ির সামনে শাহারিয়া স্টিল মিলের পাশে পুকুরে গোসল করতে নামে। এমন সময় অসাবধানতাবশত সে পানিতে ডুবে যায়। পরে অন্যান্য শিশুর এসে আমাদের সংবাদ দিলে আমরা দ্রুত তাকে পুকুর থেকে অচেতন অবস্থায় উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাই। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে চিকিৎসক দুপুর ১টায় মৃত ঘোষণা করেন।”

এ ঘটনায় সাথিনুর নামে আরও এক শিশু মারা গেছে। তাকে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল বলেও জানান মুনসুর মিয়া।

বিষয়টি নিশ্চিত করে যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজুল আলম বলেন, “কোনাপাড়ায় একটি পুকুরে গোসল করতে নেমে দুই শিশুর মৃত্যু হয়েছে। একজনকে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন। অন্যজনকে মুগদা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আমরা ঢাকা মেডিকেল এবং মুগদা মেডিকেলে অফিসার পাঠিয়েছি।”

Link copied!