• ঢাকা
  • মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫, ৬ শ্রাবণ ১৪৩২, ২৬ মুহররম ১৪৪৬

সন্ধ্যার মধ্যে বজ্রসহ বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জুলাই ২১, ২০২৫, ১০:০৪ এএম
সন্ধ্যার মধ্যে বজ্রসহ বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
বৃষ্টির দিন। ফাইল ফটো

দেশের বিভিন্ন অঞ্চলে অস্থায়ী দমকা হাওয়াসহ বজ্রসহ বৃষ্টি হতে পারে। সোমবার (২১ জুলাই) সন্ধ্যার মধ্যে ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু জায়গায় মাঝারি ধরনের ভারী বর্ষণও হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। 

আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, বর্তমানে উত্তর-পশ্চিম রাজস্থান ও এর কাছাকাছি এলাকায় অবস্থানরত নিম্নচাপটি দুর্বল হয়ে মৌসুমি বায়ুর অক্ষের সঙ্গে মিলিত হয়েছে। এতে করে বাংলাদেশের ওপর মৌসুমি বায়ু মোটামুটি সক্রিয় রয়েছে এবং উত্তর বঙ্গোপসাগরে তা রয়েছে মাঝারি অবস্থায়।

এ ছাড়া পূর্বাভাসে আরও বলা হয়, বৃহস্পতিবার (২৪ জুলাই) উত্তর বঙ্গোপসাগরে একটি নতুন লঘুচাপ সৃষ্টি হতে পারে। বর্তমানে মৌসুমি বায়ুর অক্ষ রাজস্থান, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বাড়তি অংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত পৌঁছেছে।

এই আবহাওয়া পরিস্থিতির প্রভাবে সোমবার সন্ধ্যা পর্যন্ত দেশের ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

আবহাওয়া অফিস আরও জানায়, দেশের বিভিন্ন এলাকায় বজ্রসহ বৃষ্টি এবং কিছু অঞ্চলে ভারী বর্ষণের এই প্রবণতা আগামী কয়েক দিন অব্যাহত থাকতে পারে।

Link copied!