জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন ও তার পরিবারকে হত্যার হুমকি দিয়ে চিঠি দিয়েছে দুর্বৃত্তরা। এ তথ্য প্রকাশ্যে আসার পর নানা আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। এবার এ বিষয়ে কথা বললেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা।
শনিবার (১৭ মে) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে আখতার হোসেনের ফেসবুক পোস্ট শেয়ার করেন তাসনিম জারা।
পোস্টে তাসনিম জারা লিখেন, “আখতারের নামে হত্যার হুমকি এসেছে। পার্টি গঠনের পর থেকে গুজব, চোখ রাঙানি, চরিত্রহননের চেষ্টা একটার পর একটা চলছে। এসব ঘটনার মধ্যেই স্পষ্ট হয়ে উঠেছে, আমাদের উপস্থিতি কতটা অস্বস্তিকর তাদের জন্য, যারা পুরোনো ব্যবস্থাকে আঁকড়ে ধরে রাখতে চায়। যারা পরিবর্তন চায় না।”
এর আগে একইদিন হত্যার হুমকি নিয়ে ফেসবুক স্ট্যাটাস দেন আখতার হোসেন। পোস্টে তিনি লেখেন, “ডাকযোগে আমার গ্রামের বাড়িতে চিঠি পাঠিয়ে আমাকে, আমার পরিবার-পরিজনকে খুন করার হুমকি দিয়েছে। চিঠির প্রেরকের ছদ্মনাম ‘বুলেট’। চিঠিটা ডাকপিওন গতকাল (শুক্রবার) বড় ভাইয়ের কাছে দেয়। চিঠি পড়ার পর থেকে বাড়ির মানুষেরা চিন্তিত হয়ে আছেন। যেখানে পাবে, সেখানে খুন করবে, ঝামেলায় ফেলবে এমন হুমকি।”
আখতার হোসেন আরও লেখেন, “বোনাস লাইফ লিড করছি। মৃত্যু কয়েকবার কাছে এসে ফিরে গেছে। মরতে হতে পারে জেনেও প্রতিবাদে পিছপা হইনি, কখনো হবো না। ইনশাআল্লাহ। আল্লাহ ভরসা।”
 
                
              
 
																
 
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                    




























