• ঢাকা
  • রবিবার, ১৭ আগস্ট, ২০২৫, ২ ভাদ্র ১৪৩২, ২২ সফর ১৪৪৬

দেশে আরেকটা বিপ্লব হতে পারে: রেজা কিবরিয়া


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ১৭, ২০২৫, ০৯:৫৪ এএম
দেশে আরেকটা বিপ্লব হতে পারে: রেজা কিবরিয়া
রেজা কিবরিয়া

গণ অধিকার পরিষদের সাবেক সভাপতি রেজা কিবরিয়া দেশে আরেকটা বিপ্লব হতে পারে বলে মন্তব্য করেছেন। শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে রেজা কিবরিয়া দাবি করেন, জুলাই আগস্টের শহীদের রক্তের সঙ্গে বেইমানি করেছে বর্তমান সরকার। তারা একটি বছর নষ্ট করেছে বলেও মন্তব্য করেন তিনি।

রেজা কিবরিয়া জানান, এ সরকারের হাতে সংস্কার ছেড়ে দেওয়া উচিত না। কারণ, সরকার নিরপেক্ষতা হারিয়েছে এবং তাদের পার্টিকে ক্ষমতায় নেওয়ার চেষ্টা করছে। এ অবস্থায় দেশে আরেকটা বিপ্লব হতে পারে। দেশি-বিদেশি বিনিয়োগকারীরা ভরসা পাচ্ছেন না বলেও জানান বক্তারা।

ড. রেজা কিবরিয়া বলেন, ‘জুলাই আগস্টের শহীদদের রক্তের সাথে বেইমানি করেছে এই সরকার। এটা নিয়ে আমার মনে কোনো সন্দেহ নাই। আমরা যে আশা করেছিলাম যে এ দেশ পরিচালনার ব্যাপারে গুণগত মানের একটা পরিবর্তন আমরা দেখব বা একটা উন্নতি দেখব। সেটা হয়নি।’

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস দেশে একরকম কথা বলেন, বিদেশে আরেক রকম বক্তব্য দেন বলে মন্তব্য করেন জনতা পার্টির মহাসচিব শওকত মাহমুদ। তিনি জানান, এনসিপি মনে করছে প্রধান উপদেষ্টা বিএনপির দিকে ঝুঁকছেন, কেননা তিনি সেইফ এক্সিট খুঁজছেন।

শওকত মাহমুদ বলেন, ‘সংস্কার অনেক সময় চাপিয়েও দিতে হয়। সেই চাপানোর সক্ষমতা এই সরকারের নাই। এই সরকারকে আমরা সমর্থন করি, কিন্তু এই সরকারের অপদার্থতা, অদক্ষতা, ব্যর্থতাকে আমরা কোনোভাবে মেনে নিতে পারি না।’

Link copied!