বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপির বিরুদ্ধে নানা ষড়যন্ত্র ও মিথ্যা অপবাদ দেওয়া হচ্ছে। কিন্তু সংগ্রামের মাধ্যমে গড়ে ওঠা এ দলকে কেউ ভাঙতে পারবে না। দলীয় নেতাকর্মীদের উদ্দেশে সতর্ক করে বলেন, যে নেতার নামে স্লোগান দেবেন তারই নম্বর মাইনাস হবে।
শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে কিশোরগঞ্জ জেলা বিএনপির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, যাদের কাল জন্ম হয়েছে, যারা ১৯৭১ সালে ভিন্ন অবস্থানে ছিল তাদের জানা উচিত বিএনপি ফিনিক্স পাখির মতো। কেউ বিএনপিকে ভাঙতে পারেনি। গুম-খুন করে যারা ভাঙতে চেয়েছিল তারাই পালিয়ে গেছে।
বিএনপির জন্ম কোনো হঠাৎ ঘটনা নয় উল্লেখ করে তিনি বলেন, বিএনপি উড়ে এসে জুড়ে বসেনি। সংগ্রাম করে এই জায়গায় এসেছে। একাত্তর সাল আমাদের গর্ব।
মির্জা ফখরুল আরও বলেন, ওয়ান-এলেভেনে যে নেতাকে নির্যাতন করে নির্বাসিত করা হয়েছিল, তিনিই নতুন করে গণতন্ত্রের স্বপ্ন দেখিয়েছেন। নতুন করে সুযোগ এসেছে তারেক রহমানকে দেশ পরিচালনার সুযোগ করে দেওয়ার। সবাই বিএনপির পক্ষে দাঁড়ান।
গণতন্ত্র প্রতিষ্ঠায় জিয়াউর রহমানের অবদান তুলে ধরে বিএনপি মহাসচিব বলেন, আজকের যে গণতন্ত্রের কথা সবাই বলছে, সেই গণতন্ত্র নিয়ে এসেছিলেন জিয়াউর রহমান। আধুনিক বাংলাদেশের ভিত্তি প্রস্তর স্থাপন করেছেন তিনি। গণঅভ্যুত্থানে অনেক রক্ত ও ত্যাগের বিনিময়ে বিএনপি আজ মুক্ত পরিবেশে কর্মসূচি পালন করছে। বেগম খালেদা জিয়া, তারেক রহমান এবং যারা ফ্যাসিস্ট সরকারকে হটাতে ভূমিকা রেখেছেন সেই ছাত্রজনতাকে অভিনন্দন জানাই।