• ঢাকা
  • শনিবার, ০২ আগস্ট, ২০২৫, ১৮ শ্রাবণ ১৪৩২, ৭ সফর, ১৪৪৭

‘যুক্তরাষ্ট্রে জিএসপি সুবিধা পেতে কাজ করছে সরকার’


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: নভেম্বর ২৪, ২০২৪, ০৪:১৯ পিএম
‘যুক্তরাষ্ট্রে জিএসপি সুবিধা পেতে কাজ করছে সরকার’
বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। ছবি : সংগৃহীত

বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, “যুক্তরাষ্ট্রের বাজারে জিএসপি সুবিধা পেতে সরকার কাজ করছে।”

রোববার (২৪ নভেম্বর) যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাৎ শেষে এসব কথা বলেন বাণিজ্য উপদেষ্টা।

সাক্ষাতের বিষয় তুলে ধরে শেখ বশিরউদ্দীন বলেন, “শ্রম আইন যুগোপযোগী করা, সব শ্রমিকের ইউনিয়ন করার সুযোগ দেওয়া, ন্যূনতম মজুরি নিশ্চিত এবং কর্ম পরিবেশ যথাযথ করাসহ ১১ দফা বাস্তবায়ন করার তাগিদ দিয়েছে যুক্তরাষ্ট্র।”

এ সময় বাণিজ্য সচিব বলেন, “ইউরোপীয় ইউনিয়নসহ অন্যান্য দেশের মতো যুক্তরাষ্ট্রের বাজারেও শুল্কমুক্ত সুবিধা পেতে চাই। জিএসপি সুবিধা পেতে চাই।”

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!