• ঢাকা
  • শুক্রবার, ০৭ নভেম্বর, ২০২৫, ২২ কার্তিক ১৪৩২, ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৭

টানা ৭৪ ঘণ্টার অনশনে তারেক রহমান, চলছে স্যালাইন


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ৭, ২০২৫, ০৭:৩৮ পিএম
টানা ৭৪ ঘণ্টার অনশনে তারেক রহমান, চলছে স্যালাইন

গত মঙ্গলবার থেকে টানা ৭৪ ঘণ্টা ধরে অনশন চালিয়ে যাচ্ছেন নতুন নিবন্ধনপ্রত্যাশী রাজনৈতিক দল ‘আমজনতার দল’-এর সদস্যসচিব তারেক রহমান। নির্বাচন কমিশনের (ইসি) কাছে দলের নিবন্ধন না পাওয়ায় তিনি ইসি ভবনের সামনে আমরণ অনশন শুরু করেন। দীর্ঘ সময় ধরে না খেয়ে থাকায় তার শারীরিক অবস্থার অবনতি ঘটেছে। এ পর্যন্ত তাকে চারবার স্যালাইন দেওয়া হয়েছে।

শুক্রবার (৭ নভেম্বর) ইসি ভবনের প্রধান ফটকের সামনে বসে থাকা তারেক রহমানের হাতে দেখা যায় ৭৪ ঘণ্টা অনশনের কার্ড। ক্লান্ত ও অবসন্ন দেখাচ্ছে তাঁকে। টানা তিনদিন একই পোশাকে রয়েছেন তিনি।

আমরণ অনশনরত তারেক রহমান গণমাধ্যমকে বলেন, এত ঘণ্টা ধরে এক ফোটা পানি কিংবা ভাতও খাইনি। এ অবস্থায় অসুস্থ হওয়াটাই স্বাভাবিক। শরীরে চারবার স্যালাইন দেওয়া হয়েছে। দেখি আর কতক্ষণ টিকে থাকতে পারি।

অনশনকালে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও সাধারণ মানুষ তাঁর খোঁজখবর নিতে ভিড় করছেন। অনেকেই তাঁর কোনো সহায়তা প্রয়োজন কি না, তা জিজ্ঞেস করছেন।

ইসির এক কর্মকর্তা কালো টি-শার্ট পরা অবস্থায় এসে তাঁর সঙ্গে কথা বলেন। তিনি আদালতের দিকে ইশারা করেন। অন্যদিকে, দেশের বাইরে থাকা এক ব্যক্তি অনশনের খবর শুনে শুক্রবার সকালেই তাঁকে দেখতে ছুটে আসেন। তিনিও তাঁর স্বাস্থ্যের অবস্থা জানতে চান।

এদিকে, গত বৃহস্পতিবার বিকেলে নির্বাচন কমিশন ভবনের প্রধান ফটকে গিয়ে তাঁর সঙ্গে সংহতি প্রকাশ করেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে রিজভী বলেন, আমজনতার দলের সদস্যসচিব তারেক রহমান দেশের স্বার্থে, আগ্রাসনের বিরুদ্ধে এবং সার্বভৌমত্ব রক্ষার প্রশ্নে সোচ্চার ছিলেন। তিনি একটি আইনসম্মত রাজনৈতিক দল গঠন করতে চেয়েছেন। তাঁর উদ্দেশ্য অসৎ হলে, তিনি গোপনে রাষ্ট্রবিরোধী কাজ করতেন। কিন্তু তিনি তা না করে আইনি পথেই নিবন্ধন চেয়েছেন।

Link copied!