• ঢাকা
  • সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ২০ শাওয়াল ১৪৪৫

কাশ্মীরি শাল ছুড়ে ভারতীয় পণ্য বর্জনে সংহতি রিজভীর


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: মার্চ ২০, ২০২৪, ০২:৩৮ পিএম
কাশ্মীরি শাল ছুড়ে ভারতীয় পণ্য বর্জনে সংহতি রিজভীর

ভারত থেকে নিজের জন্য কিনে আনা কাশ্মীরি শাল ছুড়ে ফেলে দিয়েছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বুধবার (২০ মার্চ) নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শালটি ছুড়ে ফেলেন তিনি।

এ সময় রিজভী আজ থেকে ভারতের কোনো পণ্য ব্যবহার করবেন না বলে জানান। দলীয় কর্মীদেরও আহ্বান জানান তিনি। পরে নেতাকর্মীরা শালটিতে আগুন ধরিয়ে দেন।

এর আগে কার্যালয়ে সংবাদ সম্মেলনে রিজভী বলেন, “ভারতীয় পণ্য বয়কট ও ইন্ডিয়া আউটের আন্দোলন অরাজনৈতিক। অধিকারহারা জনগণের স্বতঃস্ফূর্ত আন্দোলন এটি। দেশপ্রেমে উদ্বুদ্ধ জনগণের ভারতীয় পণ্য বয়কট ও ইন্ডিয়া আউটের আন্দোলনে বিএনপির সমর্থন রয়েছে।” 

তিনি আরও বলেন, “ভারতীয় পণ্য বর্জন ও ইন্ডিয়া আউট প্রোগ্রামে বিএনপি সরব থাকবে। বিভিন্ন সংগঠন ও দলের এ ক্যাম্পেইনে বিএনপির পূর্ণ সমর্থন রয়েছে। দলীয় নেতাকর্মীদের এর সমর্থনে কাজ করার নির্দেশ দেন বিএনপির এ নেতা।”

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভারত আওয়ামী লীগকে সমর্থন দেওয়ায় জনগণ ক্ষুব্ধ বলেও দাবি করেন রিজভী। তিনি বলেন, আওয়ামী লীগ ভারতীয় পণ্য, তাই তাদের বয়কট করতে হবে।

Link copied!