খোঁজ মিলল শেখ হাসিনার লকারের, অভিযান শুরু


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ১০, ২০২৫, ০১:৩১ পিএম
খোঁজ মিলল শেখ হাসিনার লকারের, অভিযান শুরু
শেখ হাসিনা

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যাংক লকারের সন্ধান পেয়েছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি)। রাজধানীর মতিঝিলের পূবালী ব্যাংক শাখায় শেখ হাসিনার এই লকার রয়েছে। 

এ ছাড়া পূবালী ব্যাংকে নিজ ও যৌথ নামে আরও দুটি এফডিআরেরও সন্ধান পাওয়া গেছে। লকার খুলতে সিআইসি বুধবার সকাল থেকেই আভিযানে নেমেছে।

গণ-আন্দোলনে ক্ষমতাচ্যুত হওয়ার পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনেক সম্পদের খোঁজ পায় দুর্নীতি দমন কমিশন (দুদক)। যার বেশিরভাগই তাঁর বিরুদ্ধে গোপন করার অভিযোগ। 

জানা গেছে, পূবালী ব্যাংকে এফডিআর দুটির মধ্যে একটি শেখ হাসিনার নিজ নামে, ১২ লাখ টাকার এবং আরেকটি যৌথ নামে, ৪৪ লাখ টাকার। 

এনবিআর কর্মকর্তারা জানান, শেখ হাসিনা ওই লকার খুলতে দুবার ব্যাংকে গিয়েছিলেন এবং দুটি চাবিই তিনি নিজের কাছে রেখে দেন। যদিও নিয়ম অনুযায়ী, লকারের একটি চাবি ব্যাংকের কাছে থাকার কথা। 

এরআগে, ব্যাংক হিসাবের তথ্য চেয়ে সিআইসির পক্ষ থেকে চিঠি দেওয়া হলেও পূবালী ব্যাংক লকারের কোনো তথ্য দেওয়া হয়নি। সেজন্য লকারের খবর পেয়ে এনবিআর দেশের সব তফসিলি ব্যাংকে চিঠি পাঠায়। যা অনুসন্ধান করতে অভিযানে নেমেছে সিআইসি।

Link copied!