• ঢাকা
  • শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৪, ২৯ ভাদ্র ১৪৩১, ৮ রবিউল আউয়াল ১৪৪৬

দেশ ছেড়েছেন শেখ হাসিনা


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: আগস্ট ৫, ২০২৪, ০৩:১৪ পিএম
দেশ ছেড়েছেন শেখ হাসিনা
প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফাইল ছবি

ছাত্র-জনতার আন্দোলনের মুখে দেশ ছেড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (৫ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি।

এএফপির বরাত দিয়ে এনডিটিভি জানায়, শেখ হাসিনা তার বোন শেখ রেহানাকে নিয়ে গণভবন ত্যাগ করেছেন।

প্রতিবেদনে আরও বলা হয়, শেখ হাসিনা একটি ধারণকৃত বক্তব্য প্রচার করতে চেয়েছিলেন। কিন্তু সে সুযোগ তাকে দেওয়া হয়নি।

একটি সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, তারা হেলিকপ্টারে ভারতের পশ্চিমবঙ্গের উদ্দেশে রওনা দিয়েছেন।

এদিকে আনন্দবাজার এক প্রতিবেদনে জানায়, সেনাবাহিনীর পক্ষ থেকে শেখ হাসিনাকে পদত্যাগের জন্য ৪৫ মিনিট সময় বেঁধে দেওয়া হয়। তারপরেই তিনি পদত্যাগ করেন।

প্রতিবেদনে আরও বলা হয়, শেখ হাসিনা নয়াদিল্লির সঙ্গে যোগাযোগ করেছিলেন। কিন্তু তাকে উদ্ধারের জন্য ভারত থেকে বাংলাদেশে বিমান পাঠানো হবে না বলে জানিয়ে দেয় নয়াদিল্লি। ভারত জানিয়ে দেয়, বাংলাদেশের আকাশসীমায় ভারত কোনো বিমান পাঠাবে না। কারণ তাতে আইন লঙ্ঘিত হতে পারে। ভারত থেকে জানানো হয়, শেখ হাসিনাকে ভারতে পৌঁছতে হবে। তারপর সেখান থেকে তাকে দিল্লিতে নিয়ে যাওয়া যেতে পারে। 

হেলিকপ্টারে ঢাকা থেকে দিল্লি পর্যন্ত যাওয়া যায় না। এ ক্ষেত্রে শেখ হাসিনার নিকটবর্তী অবতরণ স্থান হতে পারে কলকাতা বিমানবন্দর। সেখান থেকে তাকে বিশেষ বিমানে করে দিল্লিতে নিয়ে যাওয়া হতে পারে।
 

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!