• ঢাকা
  • শুক্রবার, ১৭ মে, ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১, ৮ জ্বিলকদ ১৪৪৫

এস এ পরিবহন কার্যালয়ের আগুন নিয়ন্ত্রণে


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: অক্টোবর ৯, ২০২৩, ১২:৩৫ পিএম
এস এ পরিবহন কার্যালয়ের আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর কাকরাইল এস এ পরিবহনের প্রধান কার্যালয়ে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ১২টি ইউনিটের চেষ্টায় এই আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেল কর্মকর্তা আনোয়ারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, “তিনতলা ভবনের নিচতলায় ওয়্যার হাউস থেকে আগুনের সূত্রপাত হয়। প্রথমে চারতলা ভবনের চারতলা থেকে আগুনের সূত্রপাতের কথা বলা হয়েছিল, এটা ভুল। খবর দাতাদের সঙ্গে মিস কমিউনিকেশনের ফলে এমনটা হয়েছিল। তবে কীভাবে আগুনের সূত্রপাত সেটা এখনো জানা যায়নি। প্রাথমিকভাবে হতাহতের খবরও নেই আমাদের কাছে।”

ফায়ার সার্ভিসের ঊর্ধ্বতন কর্মকর্তা লেঃ কর্নেল মো. রেজাউল করিম বলেন, “খবর পেয়ে ১০টা ১৫ মিনিটে ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করি। পরে একে একে ১২টি ইউনিট এসে কাজ শুরু করে। ৮৫ জন সদস্যের প্রচেষ্টায় আমরা তিনতলা ভবনের একতলার মধ্যে আগুন সীমাবদ্ধ রেখে নিয়ন্ত্রণ করতে সক্ষম হই।” 

এর আগে সকাল ১০টায় লাগার খবর পেয়ে ১০টা ১৫ মিনিটে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। তারপর পরিস্থিতি বিবেচনায় একে একে আরও ১২টি ইউনিট যোগ হয়। পরে ১২টি ইউনিটের প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

এ দিকে অগ্নিকাণ্ডের পর রাজধানীর কাকরাইল, শান্তিনগর, মালিবাগ, মৌচাকসহ আশপাশের এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। সাময়িক ভোগান্তিতে পড়েন পথচারীরা। তবে আগুন নিয়ন্ত্রণে আসার পরে ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হচ্ছে।

Link copied!