• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৪ ডিসেম্বর, ২০২৫, ১৯ অগ্রহায়ণ ১৪৩২,

ঢাকার কাছে একই স্থানে বারবার ভূমিকম্প, কীসের ইঙ্গিত?


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ৪, ২০২৫, ১২:৩০ পিএম
ঢাকার কাছে একই স্থানে বারবার ভূমিকম্প, কীসের ইঙ্গিত?

দুদিনের ব্যবধানে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প অনুভূত হয়েছে। এর উৎপত্তিস্থল নরসিংদীর শিবপুর, যেখানে গত ২১ নভেম্বর ভয়াবহ ভূমিকম্পের পর থেকেই নিয়মিতভাবে কম-বেশি কম্পন হচ্ছে। এটি সপ্তমবার হিসেবে নথিভুক্ত হয়েছে, যার মধ্যে প্রায় ৬টির উৎপত্তি একই এলাকায়।

একই স্থানে ভূমিকম্পের কারণ

আবহাওয়া অধিদফতরের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রুবাইয়াত কবির বলেন, “দেশে একটি বড় ভূমিকম্পের পর ছোট ছোট মৃদু কম্পনগুলো আমরা আফটারশক হিসেবে দেখছি। আপাতত এসবই আফটারশক হিসেবে গণ্য করা হচ্ছে।” তিনি আরও বলেন, “আমাদের কাছে ভবিষ্যতে আরও কেমন আফটারশক আসতে পারে তার সুনির্দিষ্ট তথ্য নেই। তবে bisherigen পর্যবেক্ষণে এগুলো সব আফটারশক।”

সাম্প্রতিক ভূমিকম্পের বিবরণ

৪ ডিসেম্বর ভোর ৬:১৪ মিনিটে: ঢাকা ও আশপাশে রিখটার স্কেলে ৪.১ মাত্রার মৃদু ভূমিকম্প।

১ ডিসেম্বর রাত ১২:৫৫ মিনিটে: ঢাকা, সিলেট, কক্সবাজার ও চট্টগ্রামে ৪.৯ মাত্রার ভূমিকম্প; উৎপত্তিস্থল মিয়ানমারের মিনজিন।

২ ডিসেম্বর সকাল ৭:৫৬ মিনিটে: বঙ্গোপসাগরে ৪.২ মাত্রার ভূমিকম্প।

২৭ নভেম্বর বিকেল ৪:১৫ মিনিটে: ঢাকাসহ আশপাশের এলাকায় ৩.৬ মাত্রার কম্পন, উৎপত্তিস্থল নরসিংদীর পলাশের ঘোড়াশাল।

২১ নভেম্বর: নরসিংদীতে ৫.৭ মাত্রার ভয়াবহ ভূমিকম্পে অন্তত ১০ জন নিহত, কয়েকশ মানুষ আহত, ঢাকার অনেক ভবনে ফাটল দেখা দেয়।

নিরাপত্তা ও সতর্কতা

আবহাওয়া অধিদফতর এবং ফায়ার সার্ভিস জানিয়েছে, বড় ভূমিকম্পের পর আফটারশক হওয়ার সম্ভাবনা থাকে। এ কারণে নিরাপত্তা বিধি মেনে চলা, উচ্চ স্থান ও মুক্ত জায়গায় অবস্থান করা এবং পুরনো ও দুর্বল ভবন এড়িয়ে চলা জরুরি।

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!