মিয়ানমারে ত্রাণ ও খাদ্য যাবে, কোনো অস্ত্র নয় : নিরাপত্তা উপদেষ্টা


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: মে ৪, ২০২৫, ০২:৩১ পিএম
মিয়ানমারে ত্রাণ ও খাদ্য যাবে, কোনো অস্ত্র নয় : নিরাপত্তা উপদেষ্টা
বক্তব্য রাখছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। ছবি : সংগৃহীত

রাখাইন ইস্যুতে মানবিক করিডর নিয়ে কোনো ধরনের চুক্তি হয়নি বলে নিশ্চিত করেছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। তিনি বলেছেন, “বাংলাদেশ হয়ে রাখাইনে মানবিক সহায়তা করিডরের জন্য আরাকান আর্মির সঙ্গে যোগাযোগ হয়েছে। জাতিসংঘ এটি পরিচালনা করবে। এর মাধ্যমে ত্রাণ ও খাদ্য যাবে, কোনো অস্ত্র নয়।”

রোববার (৪ মে) রোহিঙ্গা ইস্যুতে অনুষ্ঠিত এক সেমিনারে তিনি এসব কথা বলেন।

খলিলুর রহমান বলেন, “রোহিঙ্গাদের একত্রীকরণ নয়, বরং প্রত্যাবাসনই একমাত্র সমাধান। এই যোগাযোগ রাখাইনে নিরাপদ পরিস্থিতি প্রতিষ্ঠায় সহায়তা করবে।”

নিরাপত্তা উপদেষ্টা বলেন, “বাংলাদেশ মিয়ানমারের সার্বভৌমত্বকে শ্রদ্ধা করে। দেশটিকে অস্থিতিশীল করার কোনো ইচ্ছা বাংলাদেশের নেই।”

খলিলুর রহমান আরও বলেন, “রোহিঙ্গারা অবশ্যই ফিরে যাবে। এটা সহজ না হলেও সরকার তা বাস্তবায়ন করবে।”

Link copied!