ডিমের দাম নিয়ন্ত্রণে আনতে রাজধানীর একাধিক আড়তে অভিযান চালিয়েছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। এসময় অতিরিক্ত দামে ডিম বিক্রি করায় ২৭টি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ১২ লাখ ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এরমধ্যে কাপ্তান বাজারে ২৪টি প্রতিষ্ঠানকে এবং যাত্রাবাড়ীতে তিনটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।
সোমবার (১৪ আগস্ট) সকাল থেকে রাজধানীর কাপ্তান বাজার ও বাড্ডা এলাকার ডিমের আড়তে এ অভিযান চালানো হয়।
র্যাব সদরদপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক আ ন ম ইমরান খান এ তথ্য জানান।
ইমরান খান বলেন, “বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে ডিমের আড়তে র্যাবের ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হচ্ছে।”
রাজধানীর মতো দেশের বিভিন্ন জেলাতেও বাড়তি দামে বিক্রি হচ্ছে সাধারণ মানুষের আমিষের অন্যতম সস্তা উৎস ডিম। ডিমের বাজার নিয়ন্ত্রণে বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে জরিমানা করছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।