• ঢাকা
  • রবিবার, ০৬ জুলাই, ২০২৫, ২২ আষাঢ় ১৪৩২, ১০ মুহররম ১৪৪৬

থানায় ফিরছে পুলিশ


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: আগস্ট ৮, ২০২৪, ১২:০৫ পিএম
থানায় ফিরছে পুলিশ

তিন দিন পর নিজ নিজ ইউনিটের দায়িত্বে ফিরছেন পুলিশ সদস্যরা। বৃহস্পতিবার (৮ আগস্ট) সন্ধ্যার মধ্যে সব ইউনিটের সদস্যকে কাজে যোগদান করতে নির্দেশ দেয় পুলিশ সদর দপ্তর।

আজ এক খুদে বার্তায় পুলিশ সদর দপ্তর থেকে জানানো হয়, পুলিশ সদস্যদের ২৪ ঘণ্টার মধ্যে স্ব-স্ব কর্মস্থলে যোগদান করার জন্য আহ্বান জানানো হয়েছিল। এর প্রেক্ষিতে যে সকল পুলিশ সদস্য কর্মস্থলের উদ্দেশে রওনা হয়েছেন তাদের গন্তব্যে পৌঁছাতে সর্বাত্মক সহযোগিতা করছে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ  ও শিক্ষার্থীরা।

বার্তায় আরও বলা হয়, পুলিশ সদস্যরা কর্মস্থলে আসার পথে বাধার সম্মুখীন হচ্ছেন মর্মে যে সংবাদ প্রচার করা হচ্ছে সেগুলোর সত্যতা পাওয়া যায়নি। সুতরাং গুজবে বিভ্রান্ত না হওয়ার জন্য সকলের প্রতি অনুরোধ করা হলো।

Link copied!