• ঢাকা
  • সোমবার, ২১ জুলাই, ২০২৫, ৬ শ্রাবণ ১৪৩২, ২৬ মুহররম ১৪৪৬

উত্তরায় বিমান বিধ্বস্ত, সর্বশেষ যা জানা গেল


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ২১, ২০২৫, ০২:৫৫ পিএম
উত্তরায় বিমান বিধ্বস্ত, সর্বশেষ যা জানা গেল
ছবি: সংগৃহীত

ঢাকার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে অন্তত একজনের মৃত্যু হয়েছে।

আন্তঃবাহিনীর জনসংযোগ পরিদপ্তর-আইএসপিআর জানিয়েছে, বিমানবাহিনীর ‘এফ-৭ বিজেআই’ প্রশিক্ষণ বিমানটি রোববার দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়নের পরপরই বিধ্বস্ত হয়।

বিধ্বস্ত হওয়ার পরপরই উড়োজাহাজটিতে আগুন ধরে যায়। অনেক দূর থেকেও সেখানে ধোঁয়া উঠতে দেখা যায়। জ্বলন্ত উড়োজাহাজটির আগুন নেভাতে ঘটনাস্থলে ছুটে যায় ফায়ার সার্ভিসের আটটি ইউনিট।

ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম বলেন, “দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ওখানে প্রশিক্ষণ বিমানটি বিধ্বস্ত হয়েছে। আমাদের দল একজনের লাশ উদ্ধার করেছে। বিমান বাহিনীর লোকজন চারজনকে আহত অবস্থায় নিয়ে গেছে।”

নিহত ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। বৈমানিকদের বিষয়েও কোনো তথ্য এখনো দেয়নি আইএসপিআর।

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের জনসংযোগ কর্মকর্তা শাহ বুলবুল  বলেন, “বিমানটি গেইটে আছড়ে পড়ে এবং কাছেই বিধ্বস্ত হয়। বিমানটি যেখানে বিধ্বস্ত হয়েছে সেখানে ক্লাস চলছিল। একের পর এক আহতেদের বের করে নিয়ে আসা হচ্ছে।”

ঢাকা মহানগর পুলিশের উত্তরা বিভাগের উপ কমিশনার মহিদুল ইসলাম বলেন, “আমরা খবর পেয়েছি। ঘটনাস্থলে যাচ্ছি।”

Link copied!