• ঢাকা
  • বৃহস্পতিবার, ০১ মে, ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২, ৩ জ্বিলকদ ১৪৪৬

বইমেলায় প্রেস সচিবের টিস্যু ফেলার ছবি ‘ভাইরাল’


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ফেব্রুয়ারি ১, ২০২৫, ০৬:৩৬ পিএম
বইমেলায় প্রেস সচিবের টিস্যু ফেলার ছবি ‘ভাইরাল’
ডাস্টবিনে টিস্যু ফেলছেন প্রেস সচিব শফিকুল আলম। ছবি : সংগৃহীত

বাঙালির প্রাণের মেলা অমর একুশে বইমেলা শুরু হয়েছে। প্রতিবারের মতো এবার পাঠক-লেখক সমাবেশে মুখর হয়ে উঠতে শুরু করেছে বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যানের মেলা প্রাঙ্গণ। এবারের মেলায় বিশেষভাবে নজর কেড়েছে ডাস্টবিন। কারণে বইমেলার গেটে রাখা ডাস্টবিনে আঁকা হয়েছে ফ্যাসিস্ট শেখ হাসিনার গ্রাফিতি।

শনিবার (১ ফেব্রুয়ারি) প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সেই ডাস্টবিনের ছবি নিজের ফেসবুকে পোস্ট করেছেন।

ক্যাপশনে শফিকুল আলম লিখেছেন, “একুশে বইমেলার প্রথম দিনে ডাস্টবিনে ময়লা ফেলার সময়।”

মুহূর্তেই তার পোস্টটি ভাইরাল হয়ে যায়। সবাই কমেন্ট করতে থাকেন শেখ হাসিনাকে নিয়ে।  

এর আগে শনিবার বিকেলে অমর একুশে বইমেলার উদ্বোধন করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তার সঙ্গে মেলা প্রাঙ্গণে এসেছিলেন প্রেস সচিব শফিকুল আলম।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন স্টল পরিদর্শনের সময় তাকে শেখ হাসিনার ছবি সম্বলিত ডাস্টবিনে টিস্যু পেপার ফেলতে দেখা যায়।

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!