• ঢাকা
  • রবিবার, ১৯ মে, ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১,

রোববার থেকে পেট্রল পাম্পে তেল সরবরাহ বন্ধ থাকবে


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ২, ২০২৩, ০১:৫৫ পিএম
রোববার থেকে পেট্রল পাম্পে তেল সরবরাহ বন্ধ থাকবে
প্রতীকী ছবি

তিন দফা দাবি বাস্তবায়ন না হওয়ায় রোববার (৩ সেপ্টেম্বর ) থেকে তেল সরবরাহ বন্ধ রাখবে পেট্রল পাম্প মালিক সমিতি।

এর আগে এক সংবাদ সম্মেলনে ৩ সেপ্টেম্বর থেকে জ্বালানি তেল পরিবহন বন্ধের ঘোষণা দিয়েছিল সমিতি। জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদের সঙ্গে পেট্রল পাম্প মালিক সমিতির মিটিং হলেও তা সন্তোষজনক না হওয়ায় তারা ঘোষিত কর্মসূচি বাস্তবায়নের পথেই হাঁটছে।

এ বিষয়ে শনিবার (২ সেপ্টেম্বর) সমিতির মুখপাত্র বলেন, “আমাদের সঙ্গে গত ২৯ আগস্ট প্রতিমন্ত্রীর সঙ্গে মিটিং হয়েছে। মিটিংয়ে দাবি বাস্তবায়নে এক মাস সময় চাওয়া হয়েছে। তবে এর আগে বহুবার এমন সময় চাওয়া হয়েছিল। তাই আমরা এবার আর মানছি না। ঘোষণা অনুযায়ী রোববার থেকে পেট্রল পাম্পে তেল সরবরাহ বন্ধ রাখা হবে। আমাদের দাবিসমূহ বাস্তবায়ন করে গেজেট আকারে প্রকাশ না করা পর্যন্ত আন্দোলন চলবে।”

পেট্রল পাম্প মালিক সমিতির তিন দফা দাবিগুলো হলো—

১. জ্বালানি তেল বিক্রয় কমিশন ৭.৫০ শতাংশ নির্ধারণ করা।

২. পেট্রোল পাম্পের ব্যবসায়ীরা যে কমিশন এজেন্ট, তা গেজেট আকারে প্রকাশ করা।

৩. (ক) ট্যাংকলরি ভাড়ার ওপর ভ্যাট সংযুক্ত নয়, এ বিষয়ে সুস্পষ্ট গেজেট প্রকাশ করতে হবে।

(খ) ২৫ বছরের ঊর্ধ্বে ট্যাংকলরির ইকোনমিক লাইফের জন্য পৃথকভাবে সুস্পষ্ট গেজেট প্রকাশ করা।

 

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!