• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৬ মে, ২০২৪, ২ জ্যৈষ্ঠ ১৪৩১, ৮ জ্বিলকদ ১৪৪৫

ঈদের ছুটি শেষে ঢাকা ফিরছে মানুষ


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জুলাই ২, ২০২৩, ১১:০৬ এএম
ঈদের ছুটি শেষে ঢাকা ফিরছে মানুষ

পবিত্র ঈদুল আজহার ছুটি শেষে আজ খুলেছে অফিস। জীবিকার টানে ঢাকা ফিরতে শুরু করেছেন বিভিন্ন শ্রেণিপেশার মানুষ। তবে রোববার (২ জুলাই) সকাল পর্যন্ত ঢাকায় যাত্রীর চাপ কিছুটা কম। রাজধানীর কমলাপুর রেল স্টেশনে ঘুরে এ চিত্র দেখা গেছে।

যাত্রীরা জানিয়েছেন, নির্দিষ্ট সময়ই ছেড়েছে ট্রেন। কোনোরকম ভোগান্তি ছাড়া তারা রাজধানীতে ফিরতে পেরেছেন।

খুলনায় ঈদ উদযাপন করে সকালে সুন্দরবন এক্সপ্রেসে ঢাকা ফিরেছেন বেসরকারি চাকরিজীবী রাজীব আহমেদ। তিনি বলেন, “স্ত্রী-সন্তানকে নিয়ে বাড়িতে ঈদ করেছি। আজ অফিস শুরু। তাই সকালেই চলে আসলাম। পথে তেমন ভোগান্তি হয়নি।”

বেসরকারি ব্যাংকের কর্মকর্তা রোজিনা আলম সকালে ফিরেছেন কুষ্টিয়া থেকে। তিনিও জানান, কোনোরকম ভোগান্তি ছাড়াই ঢাকা ফিরতে পেরেছেন তিনি।

এদিকে আজও রাজধানী ছাড়ছেন অনেকে। ঢাকার বংশালে জুতা কারখানায় কাজ করেন একরামুল হক। তিনি আজ গ্রামের বাড়ি ব্রহ্মণবাড়িয়ায় যাচ্ছেন। একরামুল বলেন, “ঈদের সময় কাজের অনেক চাপ ছিল। এ কারণে মালিক আমাদের প্রতিষ্ঠানের কোনো কর্মচারীকে ছুটি দেয়নি। এখন কাজের চাপ নেই। ছুটি পেয়ে বাড়ি যাচ্ছি।”

রেলওয়ের ঢাকা বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা শাহ আলম কিরণ শিশির বলেন, ঈদ পালন শেষে যাত্রীরা যেন নিরাপদে নিশ্চিন্তে ঢাকায় ফিরতে পারে তার জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া নেওয়া হয়েছে। ৫২ জোড়া ট্রেন চলাচল করছে। এছাড়া বিশেষ ট্রেন রয়েছে।

Link copied!