• ঢাকা
  • রবিবার, ০৩ আগস্ট, ২০২৫, ১৮ শ্রাবণ ১৪৩২, ৭ সফর, ১৪৪৭

‘আমাদের আল্টিমেটাম অনুযায়ী সংসদ বিলুপ্ত করা হয়েছে’


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: আগস্ট ৬, ২০২৪, ০৪:১৫ পিএম
‘আমাদের আল্টিমেটাম অনুযায়ী সংসদ বিলুপ্ত করা হয়েছে’
আসিফ মাহমুদ। ফাইল ফটো

জাতীয় সংসদ বিলুপ্ত ঘোষণা করতে মঙ্গলবার (৬ আগস্ট) বিকেল ৩টা পর্যন্ত সময় বেঁধে দিয়েছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। সেই আল্টিমেটাম অনুযায়ী জাতীয় সংসদ বিলুপ্ত ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছেন সংগঠনটির অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ।

ফেসবুক এক পোস্টে আসিফ মাহমুদ বলেন, “আমাদের আল্টিমেটাম অনুযায়ী সংসদ বিলুপ্ত করা হয়েছে।”

এর আগে দ্বাদশ জাতীয় সংসদ ভেঙে দিতে মঙ্গলবার বিকেল ৩টা পর্যন্ত সময় বেধে দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। মঙ্গলবার বেলা ১২টার দিকে সমন্বয়ক নাহিদ ইসলাম এক ভিডিওবার্তায় বলেন, “রাষ্ট্রপতি অনতিবিলম্বে সংসদ বিলুপ্ত ঘোষণার কথা বলেছিলেন; তবে অভ্যুত্থানের পরেও এখনো সেই সংসদ রয়ে গেছে।”

এছাড়াও মঙ্গলবার ভোরে ড. মুহাম্মদ ইউনূসকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা করার প্রস্তাব দেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। তখন তারা জানায়, এ দায়িত্ব নিতে সম্মত হয়েছেন মুহাম্মদ ইউনূস। অন্তর্বর্তী সরকারের অন্যান্য উপদেষ্টাসহ সামগ্রিক রূপরেখা প্রস্তুত রয়েছে, দ্রুতই জাতির সামনে উপস্থাপন করা হবে।

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!