রাজধানী ধানমন্ডির জিগাতলা এলাকায় প্রাইভেট কার পার্কিংকে কেন্দ্র করে চাঁদা আদায়ের ঘটনায় গ্রেপ্তার আশরাফুলকে তিন দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।
বুধবার (১৬ এপ্রিল) মামলার তদন্ত কর্মকর্তা তাকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেন। এসময় আসামিপক্ষ রিমান্ড বাতিল ও জামিনের আবেদন করে। শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম এ আজহারুল ইসলাম জামিন নামঞ্জুর করে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে মঙ্গলবার (১৫ এপ্রিল) রাতে ধানমন্ডি থানা পুলিশ আশরাফুলকে আটক করে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, সাদা শার্ট পরা এক যুবক রাস্তার পাশে পার্কিং করা একটি প্রাইভেট কারের মালিকের কাছ থেকে চাঁদা আদায় করছেন।
ওই সময় গাড়ির ভেতর থাকা ব্যক্তি যুবকের মাস্তানিসূলভ আচরণের প্রতিবাদ করলে তিনি বলেন, “হ করতাছি, কোনো সমস্যা?”এ সময় পাশে প্রাইভেটকার মালিকের স্ত্রী ওই যুবকের নাম জানতে চান। উত্তরে যুবক বলেন, “নাম দিয়ে কী হবে?”
ভিডিওতে আরও দেখা যায় প্রাইভেট কারের মালিক বলছেন, “রাস্তার ওপর গাড়ি রাখছিলাম, ওরে চাঁদা দিলাম। এরপর আমি দেখতেছি।” গাড়ির ভেতর থেকে ভিডিও করা হচ্ছে দেখতে পেয়ে ওই যুবক চুল নাড়িয়ে বলেন, “চেহারাটা সুন্দর করে আইছে। একটা চুলও বাকা করতে পারবা না। পরে যুবকটি সেখান থেকে চলে যান।”
পুলিশ জানায়, আশরাফুল দীর্ঘদিন ধরে এ ধরনের চাঁদাবাজির সঙ্গে জড়িত। ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে ব্যাপক জনমনে প্রতিক্রিয়া সৃষ্টি হয়। পরে গত ১৫ এপ্রিল ধানমন্ডি থানার এসআই ইমরান হোসেন বাদী হয়ে আশরাফুলের বিরুদ্ধে দণ্ডবিধির ৩৮৫ ও ৩৮৬ ধারায় মামলা করেন। জিজ্ঞাসাবাদে আশরাফুল ভিডিওর ঘটনাসহ চাঁদাবাজির বিষয়টি স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ।
 
                
              
 
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                    




























