• ঢাকা
  • শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬

৫০ টাকার নিচে নেই কোনো সবজি


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: সেপ্টেম্বর ১, ২০২৩, ০১:০৫ পিএম
৫০ টাকার নিচে নেই কোনো সবজি

রাজধানীর কাঁচাবাজারগুলোতে ক্রেতাদের জন্য নেই কোনো সুখবর। অধিকাংশ সবজি বিক্রি হচ্ছে ৫০ টাকার ওপরে। যা ক্রেতার কাছে নাভিশ্বাসের কারণ হয়ে দাঁড়িয়েছে। বিক্রেতারা বলছেন, আগামী দিনে আরও বাড়তে পারে সবজির দাম।

শুক্রবার (১ সেপ্টেম্বর) বাজার ঘুরে দেখা যায়, বেগুন প্রতি কেজি বিক্রি হচ্ছে ৬০ টাকা। একইভাবে প্রতি কেজি পটোল ৫০ টাকা, করলা ৬০ টাকা, চিচিঙ্গা ৫০ টাকা, কচুর মুখী ৭০ টাকা, কাঁচা মরিচ ১২০ টাকা, কাঁকরোল ৬০ টাকা, টমেটো ১০০ টাকা, মিষ্টি কুমড়া ৫০ টাকা, লতি ৬০ টাকা।

দিলু রোড এলাকার আব্দুল মজিদ। বয়স ৫০ পেরিয়েছে। একদিকে মাথার ওপরে চড়া রোদ আর গরম। অপরদিকে বাজার ঘুরে দর কষাকষি করে চলেছেন। রোদ, গরম আর বাজার ঘুরে হিমশিম খেয়ে কারওয়ান বাজারের এই ক্রেতা বলেন, “বাজারে ৫০ টাকার নিচে কোনো সবজি পাওয়া যাচ্ছে না। এত দাম হলে কীভাবে খাওয়া সম্ভব। কষ্ট হচ্ছে খুব প্রতিটি জিনিসের দাম শুনে। অনেকক্ষণ আগে আসছি বাজারে এখনো কিছু কিনতে পারি নাই। খেতে হলে কিনতে তো হবেই। তাই অল্প কিছু কিনে নিয়ে যাবো।”

সাজ্জাদ নামের এক ক্রেতা বলেন, “আজকের বাজার খুবই বেশি। কোনো কিছুর দাম কম না। যেসব সবজি মানুষ কম কিনে সেসব বিক্রি হচ্ছে ৫০ টাকার নিচে। বাকি সবকিছুর দাম ৫০ টাকার ওপরে। মাসের শুরুর দিকে পটোল ৪০ টাকায় বিক্রি হয়েছে। এখন কিনতে গেলে ৬০ টাকা লাগে। এই বাজারে কোনো দামে স্বস্তি নেই।”  

৫০ টাকার নিচের বাজারে কোনো সবজি নেই, এই কথা উল্লেখ করে কারওয়ান বাজারে সবজি বিক্রেতা মোশারফ বলেন, “শুক্রবারে বাজারে ক্রেতা বেশি হয়। তা ছাড়া আজকে মাসের শুরু। ফলে ক্রেতা একটু বেশি। কিন্তু বিক্রি কম। অনেক কষ্ট করেই ক্রেতারা সবজি কিনছে। কোনো সবজির দাম ৫০ টাকার নিচে নেই। এতে যার লাগতো ১ কেজি, দাম বেশি হওয়াতে এখন কেনে ৫০০ গ্রাম। আমাদেরও লাভ কমছে।” 

Link copied!