• ঢাকা
  • মঙ্গলবার, ১৪ মে, ২০২৪, ৩১ বৈশাখ ১৪৩১, ৫ জ্বিলকদ ১৪৪৫

‘নির্বাচনের দিন ফোনে অতিরিক্ত কথা বলা যাবে না’


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জানুয়ারি ২, ২০২৪, ১১:১৮ এএম
‘নির্বাচনের দিন ফোনে অতিরিক্ত কথা বলা যাবে না’
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়। ছবি : সংবাদ প্রকাশ

ভোটের দিন ফোনে কথা বলার ক্ষেত্রে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তাফিজুর রহমান। তিনি বলেন, “নির্বাচনের দিন ফোনে অতিরিক্ত কথা বলা যাবে না।”

মঙ্গলবার (২ জানুয়ারি) এদিন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের প্রশিক্ষণ কর্মসূচিতে এ কথা বলেন তিনি।

মোস্তাফিজুর রহমান বলেন, “নির্বাচনের দিন বিভিন্ন জায়গা থেকে আপনাদের কাছে ফোন আসতে পারে। আপনাদের নানাভাবে বিরক্ত করার জন্য। এ বিষয়ে সাবধান থাকবেন। আর ফোনে চার্জ যেন ফুল থাকে সে বিষয়ে খেয়াল রাখবেন।”

জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব আরও বলেন, “নির্বাচনের দিন খাবারের ক্ষেত্রে কারো ওপর ভরসা রাখা যাবে না। একদিনের জন্য শুকনো খাবার আপনি নিজেই সঙ্গে ক্যারি করতে পারবেন। তাই কারও ওপর খাবারে ক্ষেত্রে ভরসা না রাখাই ভালো।”

নির্বাচনের কমিশনের সচিব মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সচিব খায়েরুজ্জামান মজুমদার, মন্ত্রী পরিষদ বিভাগের সমন্বয় ও সংস্কার সচিব মাহমুদুল হোসাইন খান।

Link copied!