• ঢাকা
  • সোমবার, ০১ সেপ্টেম্বর, ২০২৫, ১৭ ভাদ্র ১৪৩২, ৯ রবিউল আউয়াল ১৪৪৬

ডাকসু নির্বাচনে বাধা নেই


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ১, ২০২৫, ০৪:৪৯ পিএম
ডাকসু নির্বাচনে বাধা নেই

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন হাইকোর্টের আদেশ স্থগিত করেছেন চেম্বার জজ আদালত। অর্থাৎ আগামী ৯ সেপ্টেম্বর এই নির্বাচন আয়োজন আপাতত কোনো বাধা নেই।

হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের করা আবেদনের পরিপ্রেক্ষিতে আজ সোমবার বিকেলে আপিল বিভাগের চেম্বার বিচারপতি ফারাহ মাহবুব এ আদেশ দেন।

আদালতে বিশ্ববিদ্যালয়ের পক্ষে শুনানিতে ছিলেন মোহাম্মদ শিশির মনির। তিনি বলেন, হাইকোর্টের আদেশ স্থগিত করেছেন চেম্বার আদালত। এর ফলে ডাকসু নির্বাচন আয়োজনে কোনো বাধা নেই।

সোমবার (১ সেপ্টেম্বর) বিকেলে সাড়ে ৪টার দিকে আইনজীবী শিশির মনির নিজের ফেসবুক পোস্টে তিনি এ তথ্য নিশ্চিত করেছেন। 

পোস্টে তিনি লেখেন, ‘‘হাইকোর্টের আদেশ স্থগিত করেছেন মাননীয় চেম্বার জজ আদালত। আলহামদুলিল্লাহ।’’

Link copied!