জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম জানিয়েছেন, গত বছরের ৪ আগস্ট তারা পূর্বপ্রস্তুতির অংশ হিসেবে নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে নতুন সরকারের প্রধান করার প্রস্তাব দিয়েছিলেন।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ ৪৭তম সাক্ষী হিসেবে দ্বিতীয় দিনের জবানবন্দিতে নাহিদ ইসলাম বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী ঘটনাগুলোর প্রেক্ষাপটে তারা এই পদক্ষেপ নিয়েছিলেন।
জবানবন্দিতে তিনি উল্লেখ করেন, ৫ আগস্ট সারা দেশের মানুষ ঢাকায় আসতে থাকে এবং শাহবাগে অবস্থান গ্রহণ করেন। শহীদ মিনার ও চানখাঁরপুল এলাকায় আন্দোলনকারীদের ওপর গুলি চালানো হয়। পরে সেনাবাহিনী রাস্তা ছেড়ে দিলে শাহবাগে জনসমুদ্রে অবস্থান করেন। একই দিনে ছাত্র-জনতা গণভবনে প্রবেশ করে এবং অন্তর্বর্তীকালীন জাতীয় সরকার গঠনের দাবি জানান।
নাহিদ ইসলাম অভিযোগ করেন, ওই সময় সংঘটিত হত্যাকাণ্ড ও নির্যাতনের জন্য শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন দায়ী।
মামলার অপর দুই আসামি ছাড়াও, চৌধুরী আবদুল্লাহ আল-মামুন এই মামলায় দোষ স্বীকার করে ‘অ্যাপ্রুভার’ (রাজসাক্ষী) হিসেবে জবানবন্দি দিয়েছেন।