• ঢাকা
  • শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫, ৩ শ্রাবণ ১৪৩২, ২৩ মুহররম ১৪৪৬

দুই শিশুসন্তানকে হত্যার পর মায়ের আত্মহত্যা


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ডিসেম্বর ৯, ২০২২, ০৮:৪৯ এএম
দুই শিশুসন্তানকে হত্যার পর মায়ের আত্মহত্যা

রাজধানীর হাজারীবাগে দুই শিশুসন্তানকে হত্যার পর এক নারী আত্মহত্যা করেছেন বলে জানা গেছে।

বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) সন্ধ্যায় রায়ের বাজারের গোদিঘর এলাকার একটি বাসায় এ ঘটনা ঘটে।

মৃতরা হলেন হাসিনা বেগম (২৫) এবং তার দুই শিশুসন্তান সিয়াম (৭ মাস) ও সাদিয়া (৩ বছর)।

হাসিনা বেগমের স্বামী সাদ্দাম হোসেন জানান, তিনি প্রাইভেটকারের চালক। বাচ্চার ঠান্ডা লাগাকে কেন্দ্র করে স্ত্রীর সঙ্গে তার ঝগড়া হয়। এরপর তিনি বাসা থেকে বের হয়ে যান। সন্ধ্যায় বাসায় ফিরে দেখেন মেঝেতে দুই বাচ্চা অচেতন অবস্থায় পড়ে আছে। আর হাসিনা বেগমের মরদেহ ফ্যানের সঙ্গে ঝুলছে।

হাজারীবাগ থানার উপপরিদর্শক (এসআই) নাজমুল হুদা বলেন, “খবর পেয়ে আমরা দুজনের হাসিনা বেগম ও শিশু সিয়ামের মরদেহ উদ্ধার করে সোহরাওয়ার্দী মেডিকেলে নিয়ে আসি। আর অচেতন অবস্থায় শিশু সাদিয়াকে স্থানীয়রা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নিয়ে গেলে রাত ৯টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।”

এসআই নাজমুল হুদা আরও জানান, ধারণা করা হচ্ছে দুই শিশুকে চেতনানাশক কিছু খাইয়ে ও ওই নারী ফ্যানের সঙ্গে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

Link copied!